Site icon Trickbd.com

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A17, দাম ১২,৫০০ টাকার কম

Oppo A17 অবশেষে আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ১২,৫০০ টাকার কম। নয়া এই এ সিরিজের ফোনে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। আবার ফোনটি ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়া Oppo A17 জলরোধী ডিজাইন সহ এসেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A17oppo a17 mobile phone

ওপ্পো এ১৭ দাম – Oppo A17 Price in India

ওপ্পো এ১৭ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি মিডনাইট ব্ল্যাক ও লেক ব্লু কালারে এসেছে। ফ্লিপকার্ট সহ বড় বড় রিটেল সাইট ও অফলাইন স্টোর থেকে এর বিক্রি শুরু হয়েছে।

Oppo A17 অবশেষে আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ১২,৫০০ টাকার কম। নয়া এই এ সিরিজের ফোনে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে ও মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। আবার ফোনটি ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়া Oppo A17 জলরোধী ডিজাইন সহ এসেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ওপ্পো এ১৭ দাম

ওপ্পো এ১৭ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি মিডনাইট ব্ল্যাক ও লেক ব্লু কালারে এসেছে। ফ্লিপকার্ট সহ বড় বড় রিটেল সাইট ও অফলাইন স্টোর থেকে এর বিক্রি শুরু হয়েছে।

ওপ্পো এ১৭ স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ১৭ ফোনে আছে ৬.৫৬-ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এদিকে ফোনটির পিছনে দেওয়া হয়েছে দুটি ক্যামেরা। এগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য, Oppo A17 ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসাবে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম সহ এসেছে। সাথে রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A17 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এতে সুপার পাওয়ার সেভিং মোড ও সুপার নাইটটাইম স্ট্যাCন্ডবাই মোড উপলব্ধ। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি সি পোর্ট। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপিএক্স৪ ওয়াটার রেজিস্ট্যান্স।

আরও পড়ুন : 5G in India? How does 5G Work in India?