price
৳8,299
এক নজরে স্পেসিফিকেশন
Symphony i85 এ থাকছে 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে water drop নচ্ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি ডুয়াল 5+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 4050 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে মাত্র 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং ram হিসেবে থাকছে 2 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 32 জিবি, 1.6 GHz অক্টা-কোর CPU । চিপসেট হিসেবে থাকছে UNISOC SC9863A1 chipset । আরো থাকছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।
একনজরে ফোনটির ভালো কিছু দিক
মোবাইলের ডিসপ্লে অনেক বেটার hd+ হলেও অনেক টা বেটার শার্পনেস ছিলো । ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে এই বাজেটে।
বিশেষ করে ফোনটার ডিজাইন টা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে । আরেকটি ভালো খবর হচ্ছে ফোনটা অ্যান্ড্রয়েড 12 ভার্সনে রান হবে ।
ফোনটির কমতি দিকগুলো
✘ Slow chipset✘ Somewhat overpriced
ফোনটার চিপছেট তুলনামূলক দুর্বল, ফোনটার দাম একটু বেশি অন্যান্য ফোনের চেয়ে ।
Full Specifications
Colors
Glory Blue, Silk Green
Connectivity
dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct
Body
Style: Minimal Notch
Material: Glass front, plastic body
Dimensions165.5 x 76.7 x 9.8 millimeters
Weight: 163 grams
Display
Size: 6.6 inches
Resolution: HD+ 1600 x 720 pixels (269 ppi)
Back Camera
Resolution: Dual 5 Megapixel main camera Features:(Autofocus, LED flash, f/2.2, portrait mode, night mode & moreVideo RecordingFull HD (1080p)
Front Camera
Resolution: 5 Megapixel
BatteryType and Capacity
Type and Capacity: Lithium-polymer 4050 mAh with Fast Charging
Performance, Ram & Processor
Operating System: Android 12 (Go Edition)
RAM: 2 GBProcessorOcta-core, 1.6 GHz
Storage
ROM: 32 GB
MicroSD Slot✅ up to 128 GB
Security
Fingerprint✅ On the back
Face Unlock✅
Other Features
USB Type- ✅Bluetooth v5.3
ব্যক্তিগত মতামত:
আমি সবাই জানি symphony i সিরিজের যতগুলো ফোন মার্কেটে নামাইছে প্রায় সবগুলোই কমা,যেহেতু ফোনটার সিপিইউ 1.6 সুতরাং এর থেকে বেশি কিছু আশা করা যাবেনা । ফ্রি ফায়ার গেম প্লে করে দেখেছি কিন্তু অনেক ল্যাগের দেখা পেয়েছিলাম বিশেষ করে cs rank এ খেলার সময় । ফোনটার ব্যাটারি 5000 mah হলে better হতো। তবে 8k বাজেটে এটা মেনে নেয়া যায় ।
ওভারঅল দাম বিবেচনায় ক্যামেরা ভালো,ডিজাইন ভালো তাছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন 12 তে রান হবে এগুলো বিবেচনায় ডে টু ডে ইউজ এরজন্য ফোনটা নেয়া যায় ।
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ