price
৳15,999 4/64 GB
এক নজরে স্পেসিফিকেশন
Samsung Galaxy A03s এ থাকছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড HD+ ডিসপ্লে( not full HD+) । ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে থাকছে punch hole ডিজাইন । পিছনের ক্যামেরাটি টিপুল 13+2+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং ram হিসেবে থাকছে 4 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 64 জিবি, 2.35 GHz অক্টা-কোর CPU । চিপসেট থাকছে MediaTek Helio P35 (12nm) চিপসেট । আরো থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।
একনজরে ফোনটির ভালো কিছু দিক
ফোনটা তে পাবেন বড় ডিসপ্লের সাথে better শার্পনেস। যা দিয়ে ভিডিও কোয়ালিটি আরো ভালো দেখা যাবে । পেছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল হলেও অনেক ভালো ছবি তুলতে পারে বলতে পারেন ক্যামেরা কোয়ালিটি একেবারে ডিসেন্ট মনে হয়েছে আমার ।
p35 processor অনেক কম চার্জ খায় এতে ব্যাকআপ অনেক বেশি পাবেন । সেই সাথে 2 ঘণ্টার একটু বেশি চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে ।
কমতি দিক গুলো
ফোনটা তে কোনো ডিসপ্লে প্রটেকশন নেই ।
full HD+ স্ক্রীন পাচ্ছেন না ।
সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার করা যেতো।
ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 12 তে পাবেন না এটি রান হবে অ্যান্ড্রয়েড ভার্সন 11 তে ।
Full Specifications
Colors
Black, Blue. White
Connectivity
dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct
Body
Styleঃ Minimal Notch
Material: Glass front, plastic body
Dimensions: 164.2 x 75.9 x 9.1 millimeters
Weight: 196 grams
Display
Size: 6.5 inches
Resolution: HD+ 720 x 1600 pixels (270 ppi)
Technology: PLS IPS Touchscreen
Back Camera
Resolution: Triple 13+2+2 MegapixelFeaturesAutofocus, depth sensor, macro, LED flash & moreVideo RecordingFull HD (1080p)
Front Camera
5 MegapixelFeaturesF/2.2 apertureVideo Recording
BatteryType and Capacity
Type and Capacity: Lithium-polymer 5000 mAh (non-removable)Fast Charging✅ 15W Fast Charging
Performance, Ram & Processor
Operating SystemAndroid 11 (One UI 3.1 Core)ChipsetMediaTek Helio P35 (12nm)RAM4 GBProcessorOcta core, up to 2.35 GHzGPUPowerVR GE8320
Storage
ROM64 GB (eMMC 5.1)MicroSD Slot✅ Dedicated slot
sound
3.5mm Jack✅FeaturesLoudspeaker
Security
Fingerprint✅ Side-mountedFace Unlock✅
Other Features
Notification Light SensorsFingerprint, Accelerometer, ProximityManufactured bySamsungMade inBangladeshSar Value
ব্যক্তিগত মতামত:
প্রথমে আসেন ডিসপ্লেতে, এই বাজেটে আমরা অনেক মোবাইল কোম্পানিকেই FULL HD+অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতে দেখেছি কিন্তু এই ফোনে পাবেন ডিসপ্লে উইথ এইচডি প্লাস । যদিও আমাদের মাথায় রাখতে হবে যে এটি একটি ব্র্যান্ডের ফোন । ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করলেও এর পিকচার কোয়ালিটি জাস্ট ?। ছবির কোয়ালিটি নিয়ে আমার কোন অভিযোগ নেই । তবে নাইট মোডে আরো ভালো পিকচার উঠাতে পারে । অনেকেই হয়তো বা বলবেন যে p35 প্রসেসর টা কেমন? তাদের উদ্দেশ্যে বলি p35 প্রসেসর ডেকে অনেকটা g৩৫ প্রসেসর এর সাথে তুলনা করা যায় । বলতে পারেন জমজ ভাই । তবে g35 এর চেয়ে p35 অনেক কম ব্যাটারি ড্রেইন করে । মানে 5k ব্যাটারি দিয়েই 6k এর কাজ হয়ে যাবে। বুঝতেই তো পারছেন 2.35 GHZ এর স্পীড কেমন হবে ।
মিড্রেঞ্জ এর ফোন হিসেবে ফোনটা অনেক ভালো ।
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ