Site icon Trickbd.com

ZTE Axon 40 SE ফোন রিভিউ একনজর দেখুন ভালো লাগবে

ZTE Axon 40 SE পড়ার আগেজেনে নিন

ZTE কোম্পানি  সম্পর্কে,

ZTE একটি চাইনিজ কম্পানি ৷ zte 1985 সাল থেকে ব্যাবসা শুরু করে ৷ এই কম্পানির দুই ধরনের প্রডাক্ট তৈরী করে ৷ 

১৪ সালে এই কম্পানি সারা বিশ্বে নজর ফেলে ৷ বর্তমানে ৯০ কোটির উপরে বছরে প্রডাক্ট তৈরী করে ৷ শুধু বাংলাদেশে নয় বরং অস্ট্রালিয়া,আমেরিকা,ইন্ডিয়ার মত দেশ গুলোতেও এদের ফোন সাপলাই হয় ৷

 বর্তমানে চায়নার পাশাপাশি  হংকংও এই কম্পানির প্রডাক্ট তৈরী হচ্ছে ৷ 

এই কম্পানির হেড অফিস চায়নায়তেই ৷৷  

এবার চলুন দেখা যাক ZTE Axon 40 SE  মোবাইল ফোন কি থাকছে  ৷

 ZTE Axon 40 SE স্মার্টফোন হল ZTE স্মার্টফোনগুলির মধ্যে চমৎকার একটি ফোন । ZTE Axon 40 SE রয়েছে 4500mah ব্যাটারি এবং একটি 50mp ক্যামেরা । ZTE Axon 40 SE দিয়ে, ভালো মানের ছবি তুলতে পারবেন ৷  ZTE Axon 40 SE দিয়ে আপনি নেটের গতি ভালো পাবেন, এই ফোন দিয়ে PubG, Freefiree খেলতে পারবেন ৷ ব্যাটারিও ভালো পার্ফমেন্স ভালো, যেমন সংযুক্ত থাকা, গেমিং, মিউজিক, ভিডিও, স্ট্রিমিং, বিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিও তৈরি এবং আরও অনেক কিছু ৷ 

 

ZTE Axon 40 SE – Price, Features, Specifications & Reviews ৷

 

Price: ৳30,000

Body:

Processor

Memory

  1. 4GB RAM 
  2.  128GB ROM (Up to 256GB)

Battery 

Operating System

Display

 

Camera

Security

ফোনটির দামঃ 30,000 টাকা ৷

পরিশেষে,

 ফোনটি ইন্ডিয়া,পাকিস্থান,চায়না, ইংল্যান্ড সহ  অন্যান দেশে খুব ভালো চলছে ৷  ফোনটি সবার চাহিদা মিটাবে ৷ ফোনটির ভালো দিক হলো 50 মেগাপেক্সেল ক্যামেরা যা ছবি তোলার জন্য যথেষ্ট ৷
পোস্ট ভালো লাগলে আমার সাইটে একবার ঘুরে দেখুন ⇄ hmvai.com

ধন্যবাদ