Site icon Trickbd.com

স্যামসাং নিয়ে এল স্বল্পমূল্যে বেস্ট স্মার্টফোন। (গ্যালাক্সি এম০৪ রিভিউ)

Unnamed

বাজারে এসে গেলো স্যামসাং বাজেট ফ্রেন্ডলি চমক। লো/মিড বাজেটের বাজারে আধিপত্য বিস্তার করতে স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এম০৪। জেনে নিব, কি কি থাকছে স্যামসাং এর নতুন এই বাজেট কিল্লার এ?

ইন্ট্রোডিউসিং ইউ উইথ নিউ স্যামসাং গালাক্সি এম০৪

 

এবার আসি মৌলিক স্পেক্সগুলোতে যা না জানলেই নয়ঃ

এছাড়া থাকছে,

ডিসপ্লে এবং বডিঃ

এছাড়া থাকছে

 

 

ব্যাটারীঃ

ক্যামেরাঃ

 

এছাড়া থাকছেঃ

 

ফোনটির যে দিকগুলো ভালো লেগেছেঃ

 

ফোনটির যে দিকগুলো ভালো লাগেনি আমার কাছেঃ

 

একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে,আপনি যত দামি সেটই কিনেন না কেন, কোনও না কোনও কমতি কিন্তু ঠিকই থেকে যায়। সেইস্থলে এই ফোনটি প্রাইসরেঞ্জ বিবেচনায় এগিয়ে থাকবে। ফোনটির স্পেক্স আমার কাছে ভালো লেগেছে, তাি রিভিউ দিয়ে দিলাম। আপনার বাজেট যদি ১২-১৫হাজার কিংবা এর আশেপাশে হয় তবে মাথায় রাখতে পারেন স্যামসাং এম০৪ এর কথা।

পরিশেষে স্পেক্সগুলি কেমন লেগেছে অনশ্যই জানাবেন? ফোনটি নিয়ে আর বেশি টানাটানি না করে এখানেই সমাপ্তি টানলাম। সময়-সুযোগ পেলে ঘুরে আসবেন এখান থেকে

আল্লাহ হাফেয।