Site icon Trickbd.com

মাত্র ১২,৯৯০ টাকায় Oppo নিয়ে এলো Water Resistance মোবাইল ফোন ৷

Oppo A17K মডেলের নতুন স্মার্টফোন । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি,  5mp সেলফি ক্যামেরা, শক্তিশালী র‍্যাম-রম। 10W Fast Charging, এবং IPX4 water resistance যা এই ফোনের সব থেকে ভালো ৷ তাছাড়াও একটি টি-সার্ট ফ্রি ৷ এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এই ফোনটিতে ৷

Sort lite:

Display:

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.5”  ইঞ্চি (269 ppi) ৷

 এইচডি প্লাস পর্দার রেজল্যুশন 1080পিক্সেল।

 

Bettary: 

৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারি পাবেন। 

Prossesor: Octa core, up to 2.3 GHz ফোনটিতে পাবেন MediaTek Helio G35 (12nm)

 প্রসেসর। !

 ফোনটি Android 12 (ColorOS 12.1) অপারেটিং সিস্টেম । 

Memory: 

সঙ্গে রয়েছে 3 জিবি র‌্যাম এবং 64 জিবি রম ৷  আলাদা মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট 256GB সাপোর্ট করবে ।

Camera: Back : 8MP 

Front: 5MP

প্রধান ক্যামেরায় 13 মেগাপিক্সেল রয়েছে ৷

—নাইট ভার্শনে ভিডিও রেকর্ড করা যায় ৷

—আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

—ফোনটি দিয়ে HD+ 1080 তে ভিডিও রেকর্ডি করা যায়। 

Features:

AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot

Special Features

More:

ফোনটি 2টি (Navy Blue, Gold) কালারে পাওয়া যাবে ৷

 Oppo A17K স্মার্টফোনটিতে  ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে থাকবে । পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়াও ফোনটি ওটার প্রুভ (IPX4 water resistance) ৷ এছাড়াও ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। 

ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Oppo A17K স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। ক্রেতাদের মনকার মত সমর্থ রাখে ৷

 

Price:  ৳12,990 হাজার ৷

যে কোন Tecno শো রুম থেকে কিনতে পারবেন ৷

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Oppo A17K মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।

 

নোটঃ এই ফোনটি কেনা না কেনা সম্পুর্ন আপনার বেক্তিগত ৷ তবে আমার কাছে ভালো মনে হয়েছে আপনার ভালো নাও লাগতে পারে ৷

এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷

Exit mobile version