Site icon Trickbd.com

বাংলায় Samsung Galaxy A04 ফোন রিভিউ দেখুন

Samsung Galaxy A04 মডেলের নতুন স্মার্টফোন । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি,  50mp ক্যামেরা, শক্তিশালী র‍্যাম-রম। 15W Fast Charging, .

Sort lite:

 

Display:

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.5”  ইঞ্চি (269 ppi) ৷

 এইচডি প্লাস পর্দার রেজল্যুশন 1080পিক্সেল।

Bettary: 

৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারি পাবেন। 

Prossesor: Octa core, up to 2.3 GHz ফোনটিতে পাবেন MediaTek Helio p35 (12nm)প্রসেসর। !ফোনটি Android 12 (One UI Core 4.1) অপারেটিং সিস্টেম । 

Memory: 

সঙ্গে রয়েছে 3 জিবি র‌্যাম এবং 32 জিবি রম ৷  আলাদা মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট 256GB সাপোর্ট করবে ।

Camera: Back : 50MP 

Front: 5MP

প্রধান ক্যামেরায় 50 মেগাপিক্সেল রয়েছে ৷

—নাইট ভার্শনে ভিডিও রেকর্ড করা যায় ৷

—আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

—ফোনটি দিয়ে HD+ 1080 তে ভিডিও রেকর্ডি করা যায়। 

 

Features:

AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot

 

Special Features

More:

ফোনটি 3টি Black, Green, White, Copper কালারে পাওয়া যাবে ৷

 

 Samsung Galaxy A04 স্মার্টফোনটিতে  ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে থাকবে । পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই৷ এছাড়াও ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। 

ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Samsung Galaxy A04 স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। ক্রেতাদের মনকার মত সমর্থ রাখে ৷

 

Price:  ৳12,999 হাজার ৷

যে কোন Samsung শো রুম থেকে কিনতে পারবেন ৷

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Samsung Galaxy A04 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।

 

নোটঃ এই ফোনটি কেনা না কেনা সম্পুর্ন আপনার বেক্তিগত ৷ এইটি আপনাদের ফোন সমন্ধে ধাারনার জন্য দেওয়া হয়েছে ৷

 

এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷