স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনটি একনজর দেখলে যেকেউ বলে দিবে এটি স্যামসাং এর নোট সিরিজের প্রতি একটি ট্রিবিউট। স্ক্রিনের পাশে থাকা কার্ভ এজ ফোনটির প্রিমিয়ামনেসে অনন্য মাত্রা যোগ করেছে।
স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা এর ডিজাইন একে একই সিরিজের অন্য দুইটি ফোন থেকে আলাদা করবে। ফোনটিতে থাকছেনা কোনো ধরনের আলাদা ক্যামেরা বাম্প, যা ফোনটিকে অসাধারণ একটি লুক প্রধান করেছে। ফোনটির ডিজাইন যে কাউকে স্যামসাং এর গ্যালাক্সি নোট সিরিজের কথা মনে করিয়ে দিবে নিঃসন্দেহে।
ডিসপ্লেঃ
এর ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৮ ইঞ্চি এর ডায়নামিক এমুলেটেড 2x টাচস্ক্রীন। প্রটেকশন হিসেবে থাকছে ক্রনিং গরিলা গ্লাস ভিকটাস ২। রেজুলেশন থাকছে কোয়াড এইচডি + ১৪৪০×৩০৮৮ পিক্সেল (৫০১ ppi)। টাচ রেসপন্স অনেক ভালো।
পারফরম্যান্সঃ
অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১৩ (one ui 5.1)। চিপসেট হিসেবে থাকছে কল্কম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (৪ নেনমিটার)। প্রসেসর অক্টা কোর আপ টু ৩.৩৬ গিগাহার্জ।
স্টোরেজঃ
স্টোরেজ হিসেবে থাকছে ৮/১২ জিবি RAM ও ২৫৬/৫১২ জিবি রম। মাইক্রো এইচডি স্লট নেই।
ক্যামেরাঃ
নতুন মাত্রা যুক্ত হয়েছে এর ক্যামেরা সেটাপে। ব্যক ক্যমেরার রেজুলেশন কোয়াড ২০০+১০+১০+১২ মেগাপিক্সেল। ফিচার হিসেবে থাকছে লেজার এফ,পেরিস্কোপ টেলিফোট, ওয়াইএস,আল্ট্রা ওয়াইড, ১০ এক্র অপটিক্যাল জুম। ব্যাক ক্যামেরার রেজুলেশন থাকছে ১২ মেগাপিক্সেল। ফিচার দিয়েছে F/22, ডুয়াল পিক্সেল PDAF। ভিডিওর ফিচার ও অনেক ভালো থাকছে। লাইট সেনসিটিভিটি, আগের চেয়ে বড় পিক্সেল, বেটার নাইট শট, ইত্যাদি ক্ষেত্রে উন্নতি এসেছে এই বছরের গ্যালাক্সি এস সিরিজের আলট্রা ভ্যারিয়েন্ট।
ব্যাটারিঃ
ব্যাটারি হিসেবে থাকছে ৫০০০ mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। ৪৫ W এর ফাস্ট চার্জিং। যা দিয়ে ৩০ মিনিটে ৬৫% চার্জ হবে। ৪.৫ w এর রিভার্স চার্জিং থাকছে।
আরো পড়ুনঃ মেয়েদের ইসলামিক নাম
Colors:
Phantom Black, Green, Cream, Lavender, Graphite, Sky Blue, Lime, Red.
প্রাইজঃ
বাংলাদেশে এর ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে। প্রাইজ থাকছে ১,৯৭,৯৯৯৳। আপনারা চাইলে বাংলাদেশের স্যামসাং এর যে কোন শোরুম থেকে ফোনটি কিনতে পারেন।
এস পেন স্টাইলাসের লেটেন্সি কমানো হয়েছে উল্লেখযোগ্য মাত্রায়, যার ফলে এস পেন ব্যবহারের অভিজ্ঞতা আরো উন্নত হবে। এছাড়াও স্যামসাং এর নোট সিরিজের এডভান্সড অনেক ফিচার স্থান পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ২৩আলট্রাতে। ফোনটি ওয়াটার প্রুফ।
ফোনটির প্রাইজ অনেক হাইয়েন্ড। তবে ফিচার হিসেবে প্রাইজ ঠিক আছে। যাদের ফোনের বাজেট অনেক তারা ফোনটি চাইলে নিতে পারেন। আজ এপর্যন্তই থাকছে। কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমন ফোনের আরও রিভিউ পেতে ট্রিক বিডির সাথেই থাকুন। ধন্যবাদ।