কাজের কথায় আসা যাক প্রথমে অাপনি আপনার মোবাইল থেকে Google Chrome ওপেন করুন | এড্রেস বারে [Kingroot.net] লিখে সার্চ দিন তারপর এক টি চায়না ভাষায় লেখা পেজ আসবে সেসব আমাদের বুঝার দরকার নেই | পেজের নিচে .দুটি চিহ্ন দেখতে পাবেন বাম দিকে এন্ডয়েড এপস এর মত চিহ্নে ক্লিক করুন এবং ডাউনলোড করার পর ওপেন করুন| তারপর দেখবেন R০ot লেখাযুকত গোল চিহ্ন আসবে তারপর লেখাতে ক্লিক করুন (ক্লিক করার পর ডাটা কানেক শন অন করুন ) তারপর রাইট চিহ্ন আসলে বুঝবেন Root হয়েগেছে | এবার আপনার মোবাইল অন ,অফ করুন আর চালান সকল Root এ্যাপ | আর মোবাইল Unr০ot করার জন্য king root এ্যাপ সে গিয়ে Setting click করুন তারপর দেখবেন Root Aothorization Setting লেখা আছে তাতে ক্লিক করলে আর একটি পৃষ্ঠা আসবে তাতে একটি লেখা আছে remove root permission ক্লিক করলে আবার মোবাইল unr০ot হয়ে যাবে বুঝতে সমস্যা হলে Screenshool দেখুন|ধন্যবাদ সবাইকে|