আমার Symphony w86 এ সমস্যা করছে।
১)চার্জার কানেক্ট করা শর্তেও লক স্কিন এ চার্জ রিমেনিং শো করতেছেনা।(pic-1)….চার্জার কানেক্ট করার পরও এ notification টা থাকবার কথা ছিল না।(pic-2)
২)Third party apps like (battery saver)কাজ করে না।
৩)data cable এর সাথে pc তে কানেক্ট করলে কিছুই শো করে না,শুধু চার্জ নেয়।
৪)সেট অফ অবস্থায় চার্জ দিলে,সেট অন হয় ঠিকই কিন্তু Symphony logo আসে-পরে battery logo টা আসে না।সেট অফ হয়,আবার আগের মত…………
৫)চার্জ বেশি থাকে না।প্রচুর Drain করে,আগেই বলেছি কোন battery saver কাজ করে না।
★আমার ফোন রুট করা আছে★
জানতে চাই এতসব প্রবলেম কি Rom এর কারনে নাকি phone এ সমস্যা।
↓
উল্লেখ্য,আমি symphony w71 ও চালাইছি এধরনের সমস্যায় কোন দিন পরিও নাই,আবার শুনিও নাই।এজন্য s-shot দিলাম,যাতে সবাই বিষয়টা compairing করতে পারে।
↓
অাসা করি ভাল কোন রের্জাল্ট পাবো।