Site icon Trickbd.com

আপনার এনড্রয়েড মোবাইল রুট করুন খুব সহজে মেগা পোষ্ট

Unnamed

সবাই কেমন আছেন?আশা করি ভালোই আছেন।এবং সব সময় ট্রিকবিডির সাথেই আছেন।

প্রিয় ভাই আজ আপনাদের দেখাব কিভাবে আপনার সাধের এনড্রয়েড ফোনটি রুট করবেন।
আমরা অনেকেই জানিনা আসলে রুট কি,রুট হল একটি লিনাক্স অপারেটিং সিস্টেম।যার অর্থ হচ্ছে গাছের শিকড়।প্রিয় ভাই রুট করার মানে হলে আপনার সেটের এডমিন পাওয়ার পাওয়া।আমরা সবাই সেট ইউস করি তবে এডমিন পাওয়ার নিয়ে সেট ইউস করিনা।তাই সেট ইউস করে প্রকৃত মঝাও পাইনা।রুট করে এডমিন পাওয়ার হাতে নেওয়া মানে এইরকম।
ধরুন আমরা সবাই ট্রিকবিডি ইউস করি।আমরা সবাই মেম্বার কিন্তু মেম্বার হয়ে আমরা ট্রিকবিডিতে কি করতে পারি,কিছুইনা।শুধু কমেন্ট করতে পারি।আর যারা ট্রিকবিডি এডমিন তাড়া কি করতে পারে আশা করি তা আর বলে বুঝাতে হবেনা।রুট করে এডমিন পাওয়ার নেওয়াই এমন।
রুট করলে আপনার সেট যেভাবে মন চায় সেভাবেই চালাতে পারববেন।আপনার ইচ্ছামত এ্যাপ ইনস্টল করতে পারবেন।আবার অপ্রয়োজনীয় এ্যাপস গুলো আননস্টিল করতে পারবেন।আরও নানান রকমের সুবিধা।
তাহলে চলুন দেখি কিভাবে আপনার সেটট রুট করবেন।
প্রথমে নিচ থেকে এ্যাপটি ডাউনলোড করুন।
Download Nowতাড়পড় ইনস্টল করুন।ওপেন করুন ডাটা কানেকশন অন করুন।তাড়পড় এই রকম আসবে
আপনি রুট লেখায় ক্লিক করে ২ মিনিট অয়েট করুন।আপনার মোবাইল রুটেড হয়ে যাবে।
কিভাবে বুঝবেন আপনার মোবাইল রুটেড হয়েছে কি না।তাড়জন্য নিচ থেকে এই এ্যাপকটি ডাউনলোড করুন
Download Now ইনস্টল করে ওপেন করুন।তাহলে আপনার মোবাইল রুটেড হলে বলবে,congratulations your device rooted এই রকম লেখা থাকলে বুঝবেন আপনার মোবাইল রুট হয়ে গেছে।ভালো থাকুন,সুস্থ থাকুন।ট্রিকবিডির সাথেই থাকুন!!
find me on fb
Exit mobile version