[Tutorial]অনেক তো রুট করলেন, এবার আনরুট করুন নতুন দুটি উপায়ে (কাস্টমার কেয়ারও ধরতে পারবে না) by Riadrox
Special Quotes By Riadrox
রুট করা নিয়ে অনেক বিতর্ক, কেউ ভয়ে রুট করতে চায় না আবার কেউ রুটকে একদমই ভয় পায় না।
জানার আগ্রহ থাকলে কি না করা যায়, মনুষ্য জাতি জানার জন্যই তো পৃথিবীতে এসেছে।
কিন্তু কিছু পীর সাহেব(কাল্পনিক), মানুষের মনে সেই পুরনো সময়ের মত এখনও ভুল ধারনা ধুকিয়ে দিয়ে মানুষকে ভয়ের বেড়াজালে আবদ্ধ করে রাখছে।
আপনারা লালসালু উপন্যাসটি পড়লেই বুঝবেন। ঠিক তেমনি এই ভার্চুয়াল ইন্টারনেট জগতেও কিছু পীরসাহেব আছে যারা মানুষকে রুট করার বিভিন্ন ভয় দেখিয়ে তাদের জানার আগ্রহ টা নষ্ট করে দিচ্ছে।
কেন বলতে গেলে অনেক সময় লাগবে তাই পোস্টে চলে যাই।
তো যা বলছিলাম – রুট আনরুট করারও উপায় আছে। অনেকে আমাকে এ বিষয়ে বলেছে ,যে আনরুট করব কিভাবে??
তাই পোস্ট টা করলাম।
আনরুট করার মেথড দুটা।
প্রথম উপায়ঃ
# Root Explorer দিয়ে আপনার ফোনের রুট ফোল্ডারের System/bin এ যান।
# এবার su নামক ফাইলটা খুজে বের করুন।
# ডিলিট করুন।
# অনুরুপভাবে আপনার ফোনের রুট ফোল্ডারের System/xbin এ যান।
# এবার su নামক ফাইলটা খুজে বের করুন।
# ডিলিট করুন।
N.B.
অনেকে এটি করতে গিয়ে ব্রিক করে ফেলবেন তাই আমি দ্বিতীয় উপায় ইউস করতে বলব।
যাদের জানার আগ্রহ আছে তারা প্রথম উপায় দেখতে পারেন। আমার সেট ব্রিক হয়নি আপনারও হবে না আশা করি।
দ্বিতীয় উপায়ঃ
# Universal Unroot ইনস্টল করে ওপেন করুন।
কনফার্ম করে অপেক্ষ করুন।
# রিবুট করুন। আনরুট সফল।
N.B. ** একবার আনরুট করলে আর রুট করতে পারবেন না। কিছু কিছু ফোন ব্যতিত।
** এটা কোনো রুট ব্যাকআপ রাখে না সো কাসৃটমার কেয়ার ধরতেই পারবে না আপনি রুট করেছিলেন। So No warranty Void!!
আরও কিছু পদ্ধতিঃ
** যারা কিংরুট ইউস করেন তারা Kingroot>General settings>Uninstall Kingroot>Clear root
** যাদের SuperSU আছে Go to Settings>Full Unroot
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox