Site icon Trickbd.com

[First On Net][Tutorial] আপনার ফোনের জন্য কিভাবে TWRP রিকভারি img বানাবেন?? দেখে নিন। (যারা CWM তৈরি করতে পারেননি তারা এটা ট্রাই করবেন)

Unnamed

[First On Net][Tutorial] আপনার ফোনের জন্য কিভাবে TWRP রিকভারি img বানাবেন?? দেখে নিন। (যারা CWM তৈরি করতে পারেননি তারা এটা ট্রাই করবেন)

TWRP রিকভারি CwM এর মতই। কিন্তু এতে বাটন টিপে কাজ করতে হয় না। সব টাচ ভারসন।
আর ফিচারও অনেক।

এর আগে একটা পোস্টে বলেছিলাম কিভাবে CWM তৈরি করবেন??

অনেকে সফল হয়েছেন। যারা হননি তারা এই রিকভারি তৈরি করে দেখতে পারেন। তাছাড়াও যাদের কাছে CWM বোরিং লাগছে তারাও তৈরি করতে পারেন।


যা যা লাগবেঃ

## রুটেড ফোন। (অবশ্যই রুট থাকতে হবে)

## পিসি (কম্পিউটার)

## ADB Driver ইনস্টল করা থাকতে হবে।

## TWRP Installer – যারা জেলিবিন ইউস করেন তারা এই ফাইল এবং যারা কিটক্যাট ও ললিপপ ইউস করেন তারা এই ফাইল ডাউনলোড করেন।

পূর্ব প্রস্তুতিঃ

** অবশ্যই ফোনটি ব্যাকআপ করে রাখবেন।

** ফোনের Developer Option থেকে USB debugging On করবেন।

** স্টক রম সংগ্রহে রাখবেন যাতে ভুল করে সেট ব্রিক করলে ফ্লাস মারতে পারেন।যারা আত্মবিশ্বাসী তারা go Ahead!!

** Imei ব্যাকআপ রাখতে Mobile Uncle Tools> Imei Backup > Backup to Sdcard

আসল কাজ শুরু করা যাকঃ

## যে Zip ফাইল ডাউনলোড করছেন তা Extract করুন Winzip দিয়ে।

তারপর TWRP Setup.exe তে ডাবল ক্লিক করুন। নিচের মত আসবে, Next দিন।

## এরপর Yes চাপুন।

## দুটি ওপশন আসবে। Start Easy Magic twrp সিলেক্ট করে ওকে করুন।

## Yes দিন।

## এখন আপনার ফোন অন করা অবস্থায় কানেক্ট করুন পিসিতে। এবং OK চাপুন।

## এবার No দিন।

## এসব কাজ করার সময় ফোনের স্ক্রিনে রুট পারমিশন চাইলে দিয়ে দিবেন।

## Successful হলে। ফোন অফ করে Power button+ volume up/down চাপ দিয়ে ধরলেই চলে আসবে TWRP Recovery।

## কাজ শেষ।

এ ব্যাপারে আমাকে মনে করে দেওয়ার জন্য AshfÂq Uddîñ Ràhím – bro কে ধন্যবাদ।

Credit: Riadrox

FB/Riadbook

Exit mobile version