Site icon Trickbd.com

[Root] কিভাবে আপনার ফোনের IMEI ব্যাকআপ রাখবেন? অবশ্যই রাখা উচিত। by Riadrox

Unnamed

[Root] কিভাবে আপনার ফোনের IMEI ব্যাকআপ রাখবেন? অবশ্যই রাখা উচিত। by Riadrox


Some Speech by Riadrox

ট্রিকবিডির সকল টিউনারদের উদ্দেশ্যে বলছি।

আপনারা আমাকে হিংসা করুন আর যাই করুন আমার তাতে কিছু যায় আসে না। আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছেন।

আপনাদের চেয়ে এমনকি আমার চেয়েও অনেক অনেক ভাল লেখকরা টিউনার হতে পারছে না। আর আপনারা টিউনার হয়েও এত খারাপ, যুক্তিহীন পোস্ট স্বার্থের জন্য টিউন করে যাচ্ছেন। আর প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করছেন।কেন?

কি!! আদরে মাথায় উঠছেন নাকি রাবন হয়ে ট্রিকবিডিতে আসছেন। মনে রাখুন সিনামাতে কিন্তু ভিলেনের পতন ঠিকই হয়। কথাগুলো অংকের মত লাগলেও বুঝে নিবেন।

Sorry Viewers


মুল কথায় চলে যাইঃ

IMEI এর পূর্নরুপ International Mobile Station Equipment Identity

IMEI যেমন একটি সিমের জন্য গুরুত্বপূর্ন ঠিক তেমনি একটি ফোনের জন্য। আসুন কেন তা জেনে নেই।

*** ধরুন আপনার ফোনের IMEI কোনো কারনে Delete বা Crash হইছে। আপনি কিছু করতে পারছেন না।নেটওয়ার্ক আসছে না।

আপনি অনেক কষ্টে অন্য Identity’r একটা IMEI চেন্জ করে আপনার ফোনে লাগালেন। বেশ ঠিক হয়ে গেল।

কিছুদিন চালানোর পর ফোন চুরি হয়ে গেল। তখন পুলিশ IMEI নম্বর চাইলে বা আপনি ট্রাক করতে চাইলে, ভুলেও চেন্জ করা IMEI নম্বর দিবেন না। এতে ধরা খাবেন আপনি নিজেই।

আমেরিকাসহ সহ বেশকিছু দেশে IMEI চেন্জ করা দন্ডনীয় অপরাধ।

তাছাড়াও পুরাতন IMEI ও তো কোনো কাজেই লাগবে না। এখন—-?

*** আবার ধরুন কাস্টম রম দিলেন ফোনে কিন্তু নেটওয়ার্ক আসছে না। বুঝে গেলেন IMEI ব্যাকআপ দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু দেননি। মস্ত বড় ভুল।
ফোনের ব্যাকআপ ও নেই। এখন একমাত্র উপায় ফোন ফ্লাশ।

*** অনেকে শুধু হাল্কা কিছু কাজ করার জন্য রুট করেন। অত গভীরে ভয়ে যেতে চাননা। তারা বেশি বিপদে আছেন। কারন হুট করেই অনেকের ফোনে Invalid Imei দেখা যায়। ছুটতে হয় কাস্টমার কেয়ারে।

এসব সমস্যা হওয়ার আগেই আপনাদের উচিত IMEI ব্যাকআপ নেওয়া।

আমি আজকে খুব কমন টিপসই দেব। যারা জানেন তারাও দেখুন।


যেভাবে মোবাইল দিয়ে ব্যাকআপ নিবেন –

## প্রথমে Mobile Uncle Toolbox ওপেন করুন।

## রুট পারমিশন দিন।

## IMEI ব্যাকআপ রিস্টোর এ যান।


## Backup Imei to SDCArd & sdcard 2
দুইটাতেই ব্যাকআপ নিন।

## এবার SDCard এ যান এবং Imei.bak নামক ফাইলটি সংগ্রহ করুন। এবং সংরক্ষন করুন।

## আপনি চাইলে Google / Dropbox /এ আপলোড দিয়ে রাখতে পারেন যেন ফোন থেকে ডিলিট হলে আবার নেট থেকে ডাউনলোড করা যায়।


কিভাবে রিস্টোর করবেন?

## Mobile Uncle Toolbox এ গিয়ে Restore Backup from SDCARD দিয়ে Reboot দিন।

আজ এ পর্যন্ত – কপি করবেন না।

ধন্যবাদ।

Credit: Riadrox

FB/Riadbook

Exit mobile version