Site icon Trickbd.com

[Root][Cwm/Twrp] কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের স্টক রম (stock rom) ব্যাকআপ করবেন?দেখে নিন। by Riadrox

Unnamed

[Root][Cwm/Twrp] কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের স্টক রম (stock rom) ব্যাকআপ করবেন?দেখে নিন। by Riadrox

Introduction

,
,
,
,
,
,
,
ফোন রুট করার পর প্রথম কাজ হল Stock Rom ব্যাকআপ করা। এই কাজটি করে রাখলে ব্রিক হওয়ার ভয় থেকে রক্ষা পাওয়া যায়।

আর ফোন ব্রিক হলেও ব্যাকআপ নেওয়া Stock Rom টি রিস্টোর দিলেই ঠিক হয়ে যায়।

,
,
,
,

অনেকে রুট করে ঠিকই কিন্তু স্টক রম ব্যাকআপ দিতে পারে না। অনেকে এই পোস্টের জন্য রিকুয়েস্ট দিয়েছিল তাই পোস্টটি করলাম।

,
,
,
,
,
,

প্রথমেই,


CWM বা ClockworkMod রিকভারির মাধ্যমে ব্যাকআপ।

## যাদের ফোনে CWM ইন্স্টল করা নাই তারা এখানে দেখুন।

## রিকভারি মোডে যাওয়ার জন্য MobileUncle Tools বা PowerMenu ইউস করুন।

## Backup & Restore এ যান এবং Backup দিন।

## ব্যাকআপ শেষ হলে Reboot System Now দিন এবং মেমরি কার্ডে দেখুন Clockworkmod নামে ফোল্ডার দেখতে পাবেন।

## আপনার সুবিধার্থে এই ফোল্ডারটি অন্য কোথাও না আপনার কম্পিউটারে সংরক্ষন করতে পারেন, যেন মেমরি ফরমেট হয়ে গেলেও পুনরায় ফোল্ডারটি ফিরিয়ে আনতে পারেন।

[ Note: ** মেমরি কার্ডে কমপক্ষে 2 GB ফাঁকা রাখবেন। ]

,
,
,
,
,
,
,
,


সেট ব্রিক হলে যেভাবে ব্যাকআপ থেকে রিস্টোর দিবেন।

## Power Button+ Volume Up বা Volume Up চেপে ধরে CWM এ যান এবং Backup & Restore এ যান।

## Restore সিলেক্ট করুন।

## Reboot System Now

,
,
,
,

,
,

,
,

TWRP রিকভারির মাধ্যমে ব্যাকআপ

Twrp ব্যাকআপ যেভাবে বানাবেন সকল এন্ড্রয়েড ফোনের জন্য

## TWRP তে যান এবং BackUP এ টাচ্ করুন।

##এই তিনটি সিলেক্ট করুন Boot,System,Data

## Swipe করুন

## ব্যাকআপ শুরু হবে।

,
,
,
,
,
,
,
,


TWRP রিকভারির মাধ্যমে রিস্টোর

## TWRP তে যান।

## Restore এ যান।

## ব্যাকআপ ফোল্ডার সিলেক্ট করুন। এবং রিস্টোর দিন।

## Please remove the link limitation system in a single post. It’s very annoying to make a complete tutorial. @ Rana ##

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox

Exit mobile version