Site icon Trickbd.com

[Root][BootAnimation] Flashable Android Marshmallow 6.0 Bootanimation (এবার যেকোনো এন্ড্রয়েডে Marshmallow এর বুটএনিমেশন চালান) – by Riadrox

Unnamed

[Root][BootAnimation] Flashable Android Marshmallow 6.0 Bootanimation (এবার যেকোনো এন্ড্রয়েডে Marshmallow এর বুটএনিমেশন চালান) – by Riadrox

Introduction

## বুটএনিমেশনটি আমার মার্শমেলো রমের। অনেকদিন ধরেই শেয়ার করতে করতে করাই হচ্ছিল না।

আর তাছাড়াও আপনাদের ফোনের চাহিদাঅনুযায়ী বিভিন্ন ডিপিআই এর বুটএনিমেশন দেওয়া হল।

সতর্কতা


## আপনার ফোনটি রুটেড হতে হবে।

## এটা Flashable Zip সো এটা ফ্লাশ করতে নিচের নিয়ম অবলম্বন করুন।

## ফ্লাশ দেওয়ার আগে ফোনের স্টক বুটএনিমেশন অবশ্যই ব্যাকআপ রাখবেন। যাতে পুনরায় আগের অবস্থায় আসা যায়।

যেভাবে স্টক বুট এনিমেশন ব্যাকআপ রাখবেন

## Root Browser দিয়ে Root/System/media ফোল্ডারে যান।

## Bootanimation.zip টা কপি করে SDcard এ রাখুন।

## এবং ঐখান থেকে বুটএনিমেশন ডিলিট করে দিন।

Android Marshmallow Bootanimation Flash করার পদ্ধতি।

##আপনার ফোনের স্ক্রিন সাইজ অনুযায়ী নিচের যেকোনো একটি বুট এনিমেশন ডাউনলোড করবেন।

$$ Marshmallow Bootanimation- 320p (অপেক্ষাকৃত ছোট সাইজের স্ক্রিনওয়ালা ফোন। এই ধরুন Symphony w16 এর মত।)

$$ Marshmallow Bootanimation- 480p (Normal এন্ড্রয়েড সেট, অর্থ্যাৎ প্রায় অনেকেরই এ ধরনের সেট আছে। জেলিবিন বা কিটক্যাট জাতীয় ফোন।)

$$ Marshmallow Bootanimation- 1080p ( অধিক বড় এইচডি স্ক্রিনওয়ালা ফোন)

সমস্যা হলে আপনার ফোনের রেজুলেশন গুগলে সার্চ করে দেখতে পারেন।

## বুটএনিমেশনটি SDcard এ যেকোনো ফোল্ডারে রাখুন।

## CWM রিকভারি তে যান। (Recommended to use Power Menu)

## Go back >> Install zip from sddcard>Choose zip from sdcard > select bootanimation zip>Install it.

## ইনস্টল শেষ হলে reboot system now

## কাজ শেষ।

যাদের CWM/TWRP নাই তারা কি করবেন?

## ঐ ডাউনলোডকৃত Zip Extract করেন। EsFile Explorer বা Zarchiever দিয়ে।

## Zip এর System/media থেকে bootanimation.zip কালেক্ট করেন।

## Root Browser দিয়ে Root/system/media ফোল্ডারে পেস্ট করুন।

## Option থেকে Permission rw-r-r করে দিন।

## ফোন রিবুট দিন । কাজ শেষ।

আবার আগের অবস্থায় যেতে যা করবেন

## আপনি যে বুটএনিমেশনটি ব্যাকআপ রেখেছিলেন ঐটা

## Root Browser দিয়ে Root/system/media ফোল্ডারে পেস্ট করুন।

## Option থেকে Permission rw-r-r করে দিন।

## ফোন রিবুট দিন । কাজ শেষ।

———————————————

,
,

,
,
,
,
,
,

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox