আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে
আজকের টিউনটা শুরু করতে যাচ্ছি।দীর্ঘ ১ মাস
পরীক্ষার পর আপনাদের মাঝে উপস্থিত হলাম ।
তাই আজকে নতুন কিছু একটা দিয়ে শুরু করতে
যাচ্ছি ।আজকে আপনাদের একদম নতুন পদ্ধ
তিতে এন্ড্রুয়েড মোবাইল রুট করা শেখাব ।
তো কাজ শুরু করা যাক……..
আপনার অ্যান্ড্রয়েডটি Root করতে গিয়ে মাথার
চুল উঠে যাচ্ছে তো…. ?
আর নয় রুটিং নিয়ে দৌড়াদৌড়ি ।
এখন থেকে এক ক্লিকেই রুট করুন
আপনার স্যামসাং , সনি বা অন্য
যেকোন এন্ড্রয়েড চালিত স্মার্টফোন !
এই নিয়মে রূট করার জন্য বুটলোডার
আনলকের কোন প্রয়োজন নেই। নেই
আপনার প্রিয় ফোনটি ব্রিক হওয়ার
ঝামেলাও একেবারে নেই ।
বিখ্যাত ডেভেলপার George Hotz ( Geohot
নামে অধিক পরিচিত ) এই অভিনব নিয়মটি
কোন কম্পিউটারের হেল্প ছাড়াই
শুধু ফোন থেকেই এই রুটিং সম্ভব !
৩ জুন, ২০১৪ এর আগের তথা এন্ড্রয়েড
৪.৪.২ এর পূর্বের যেকোন ভার্সনের
জন্য এই পদ্ধতিটি কার্যকর হবে।
পদ্ধতিঃ
=====
এই পদ্ধতিতে রুট করতে নিচের
দেখানো নিয়মগুলো ধাপে ধাপ
ফলো করুনঃ-
১। আপনার ফোনের সেটিং এ যান।
সেখান থেকে সিকিউরিটি সেটিং-
এ যান। সেখানে ‘Unknown
Sources’ অপশনটি আনচেক
থাকলে চেক করুন।
২। তারপর ফোনের ব্রাউজারে গিয়ে এই লিঙ্কে
যান।ওখানে একটি পেজ ওপেন হবে।
৩। λ চিহ্নিত ( চিত্রে দেখানো ) স্থানে ক্লিক
করুন। তাহলে tr.apk নামে একটি অ্যাপ
ডাউনলোড হবে।
৪। নোটিফিকেশন বার থেকে অ্যাপটি ইন্সটল করুন।
৫। অ্যাপটি ওপেন করে “make it rain” বাটনে
৬। কনগ্রাচুলেশন ! আপনার ফোনটি এখন রুটেড!
৮। সিকিউরিটির জন্য নিচের লিংক থেকে
থেকে SuperSu টাইপের কোন অ্যাপ
ডাউনলোড করে নিন।
এটা HTC ও Motorola এবং কিছু Samsung ফোনে
এই পদ্ধতি কাজ করবে না ! অন্য সকল মোবাইলে
কাজ করবে আশাকরি।
==================================
সৌজন্যেঃ-AmarTrick.Com
==================================