Site icon Trickbd.com

[Root][CWM] Flashable Google Boot Logo – যেভাবে গুগলের বুট লোগো অন্য যেকোনো ফোনে চালাবেন। by Riadrox

Unnamed

[Root][CWM] Flashable Google Boot Logo – যেভাবে গুগলের বুট লোগো অন্য যেকোনো ফোনে চালাবেন। by Riadrox

,
,
,
,
,
,

প্রথমেই জানি বুট লোগো কি?

## আপনার প্রিয় ফোনটি অন করার সময় প্রথমেই যে কোম্পানি লোগো দেখা যায়, তা হলো বুট লোগো।

## বুট লোগো আর বুট এনিমেশন এক নয়।

## ফোন অন হওয়ার সময় আগে বুট লোগো দেখায় তারপর বুট এনিমেশন।

## বুট এনিমেশন ব্যাকআপ যোগ্য নয়, তাই আপনার ফোনের বুট লোগো Clockworkmod এ পাবেন না। শুধুমাত্র অফিশিয়াল স্টক রম এ পাবেন।

## বুট লোগো এর ফরমেট .bin (Logo.bin)

এটা চেন্জ করে আপনার লাভ??

## অনেকে ফোনে কাস্টম রম দেয় ভার্সন ও মডেল চেন্জ করার জন্য , যেমন স্যামস্যাং থেকে নেক্সাস।

## তখন বুট লোগো নেক্সাস এর দিলে ফোনটি নেক্সাস এর মত লাগে।

## ফোনকে আরও উন্নতমানের দেখাতেও অনেকে এটা ইউস করে থাকে। যেমন আমি লাভা ফোনে গুগলের বুটলোগো ইউস করি।

সতর্কতা


## ফোনে CWM থাকতে হবে। (অন রিকভারি হলেও চলবে স্টক বাদে)

## আগের বুটলোগোতে ফিরে যাওয়া যাবে না।


,
,
,

কীভাবে কী করবেন?


,
,
,

## গুগলের এই বুট লোগো ডাউনলোড করুন।

## CWm বা অন্য রিকভারিতে যান।

## Install Zip from sdcard দিন এবং Boot Logo zip ফাইলটা ইনস্টল দিন।

## রিবুট দিলেই প্রথমেই শো করবে।

## ব্রিক হবার ভয় নেই।

,
,
,

,
,
,
,
,
,

——— More Boot Logo Coming Soon ——–

Credit: Riadrox

FB/Riadbook