Site icon Trickbd.com

আপনার এন্ড্রোয়েড মোবাইলে গুগল একাউন্ট Sing up করতে সমস্য হচ্ছে সমাধান নিয়ে নিন

Unnamed

আস্ সালামু আলাইকুম
কেমন আছেন সবাই,? জানি সবার মন খারাপ।
আগামীতে জয় আমাদের হবেই। ইনশা আল্লাহ
এন্ড্রোয়েড মোবাইল ব্যবহার যারা করেন
তারা জানেন যে প্লে স্টোর কত
গুরুত্বপূর্ণ।
আরো একটা এই বিষয়ের টিউন দেখুন
প্লে স্টোর Sing Up হচ্ছে না
কিন্তু অনেক সময় দেখা
যায় এড্রয়েড মোবাইল এর গুগল
একাউন্ট এ sign in করতে গেলে Can ’ t
establish a reliable connection/
Connection Error ইত্যাদি প্রব্লেম
দেখায়। বিশেষ করে যারা কাস্টম রম
ব্যবহার করে থাকেন তাদের এই
ধরনের সমস্যা হয়ে থাকে। আজ

আপনাদের দেখাবো কিভাবে গুগল
একাউন্ট এ Sing in সমস্যা সমাধান
করবেন।।
১. প্রথমে আপনার মোবাইল টা রুটেট হতে হবে
২। এরপর আপনার একটি সফটওয়্যার
লাগবে।
এখান থেকে ডাউনলোড করে নিন।
৩। এবার Software টা install করুন এবং
ওপেন করুন। নিচের মতো আসবে।

এখান থেকে etc নামের ফোল্ডারে
ঢুকুন।

এর ভিতরে HOST নামের একটি ফাইল
দেখতে পাবেন। ওটার উপর প্রেস
করে ধরে রাখুন । নিচের মত আসবে।

এখান থেকে Open in text editor এ click
করুন। এর পর নিচের মতো আসবে।

এখানে আপনি ২ টি IP পাবেন।
নিচের আইডি টির সামনে একটি ” # ”
বসিয়ে দিন ( চিত্রের মত ) । এরপর
ডান পাশের কোনা থেকে Option এ
গিয়ে Save&Exit দিন। এবার GOOGLE
ACCOUNT Sign In করুন। দেখেন Sign In
হচ্ছে।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম