Site icon Trickbd.com

?Magisk Alternative এবার নন রুটেট ফোনে

Unnamed

আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের Non rooted phone এর জন্য Magisk Alternative নিয়ে হাজির হয়েছি।
বিগত কয়েক মাস থেকেই ওপেন সোর্স অ্যাপ গুলো নিয়ে কাজ বৃদ্ধি পেয়েছে। প্রথমত এটি পুরোপুরি সেইফ। দ্বিতীয়ত যদি এখানে এক্সট্রা ফিউচার পাওয়া যায় তাহলে তো সবাই ইউজ করতে চাইবে। যাইহোক অনেক বকবক করলাম তো চলুন শুরু করা যাক।

আমি যে অ্যাপসটির কথা বলতেছি তা অনেকেই বুঝতে পারছেন অ্যাপটির নাম হলো shizuku(সিজুকু)।

এই অ্যাপটির মাধ্যমে non rooted phone এ‌ Magisk এর 60% থেকে 70% use করা সম্ভব ।
এপটি মূলত computer এ ব্যবহৃত ADB সফটওয়্যার। কিন্তু এর বিশেষত্ব হলো এটি একই ফোনে ব্যবহার করা যাবে ।অর্থাৎ যে ফোনে ইনস্টল থাকবে সেই ফোনেই কমান্ড অথবা অন্যান্য প্রোগ্রাম রান করা যাবে। সাধারণত ADB ব্যবহার করতে কম্পিউটারের দরকার পড়ে। তারপর একটি ইউএসবি কেবল লাগে। কিন্তু সিজুকু এসব জোর ঝামেলা ছাড়াই আপনাকে এডিবির অ্যাক্সেস দেবে। তাও আবার একই ফোনে অন্য কোন ফোনের দরকার নেই।

Shizuku Features

১.magisk এর মত অথোরাইজড অ্যাপ এ পপআপ আসবে।


২.terminal এ কম্পিউটারের মতো শেল ইউজ করতে পারবেন।(ADB এর command)।

৩. Shizuku এর মাধ্যমে LSPosed
এর এক্সটেনশন ভার্সন ইউস করতে পারবেন, অ্যাপ হাইড করতে পারবেন (system unsupported phone এ),
অ্যাপ ফ্রিজ করতে পারবেন (system unsupported phone এ), system অ্যাপস রিমুভ করতে পারবেন ???। আরো অনেক।

## পরবর্তী পোস্টে দেখাবো কিভাবে shizuku ইন্সটল করতে হয় এবং সেটাপ করতে হয়। তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।