Site icon Trickbd.com

?Shizuku setup নন রুটেট ইউজাররা অবস্যই দেখবেন।

Unnamed

আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের কিভাবে shizuku সেটআপ করতে হয় তা দেখাবো। Shizuku কি ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টটা পড়তে পারেন।
পোস্ট লিঙ্ক ?

অথবা ইউটিউবে বা গুগলে সার্চ করতে পারেন shizuku লিখে। তারপরও আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি।

অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স প্লাটফর্ম। তাই এখানে ডেভলপারদের পরিমাণ অনেক বেশি। আমরা জানি রুটেড ইউজাররা অনেক ফিউচার ব্যবহার করতে পারেন। কিন্তু কাল ক্রমে অ্যান্ড্রয়েড তাদের সিকিউরিটি স্ট্রং করার মাধ্যমে রুট করা কঠিন করেছে। এ কারণে এখন রুটেড ইউজারদের সংখ্যা কম। আবার কিছু কিছু কোম্পানি তাদের ফোনে রুট করা অনেক কমপ্লিকেটেড করেছে। এ কারণে developer রা নন রুটেট ফোনের জন্য অল্টারনেটিভ বের করেছে। এটি মূলত কম্পিউটার বেস এডিবি সফ্টওয়্যার। কিন্তু এই সিস্টেমটি ব্যবহার করার জন্য কোন কম্পিউটারের দরকার হয় না। এর মাধ্যমে ফোনেই এডিবি শেল ব্যবহার করে এন্ড্রয়েড ফোন খানিকটা মডিফাই করা যায়। সিস্টেম অ্যাপ রিমুভ করা যায়। বিভিন্ন কাস্টম মডিউল ব্যবহার করা যায়। আর এটাই হচ্ছে shizuku ।

Shizuku App link ?

Google play store

GitHub

প্রথমে App টি install করুন। তারপর নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. আপনার ফোনের সেটিং থেকে ডেভলপার অপশনটি অন করে নিন। ডেভলপার অপশন অন করার জন্য ফোনের about সেকশনে গিয়ে build number অথবা software version এ চার থেকে ছয় বার ক্লিক করুন।
যদি না পারেন তাহলে ইউটিউব থেকে দেখে নেন কিভাবে আপনার ফোনের জন্য ডেভলপার অপশন অন করতে হয়।



২. developer option on হয়ে গেলে
Wireless debugging অপশনটি চালু করে নিন।

৩. এখন shizuku অ্যাপ এ প্রবেশ করে pairing option এ ক্লিক করুন।

এখন shizuku এর একটি নোটিফিকেশন আসবে। যদি নোটিফিকেশন না আসে তাহলে app info থেকে নোটিফিকেশন চালু করে নিন।

৪. তারপর developer option এ Wireless debugging এ ক্লিক করুন।

৫. তারপর Pair device with pairing code এ ক্লিক করুন। ও হ্যাঁ এর জন্য আপনাকে কোন ওয়াইফাই এর আন্ডারে কানেক্ট থাকতে হবে। বা hotspot হলেও চলবে।

৬.এখন একটি পপ-আপ শো করবে। এখানে আপনার কোড লেখা থাকবে এবং উপর থেকে shizuku এর entire কোড লেখা আসবে।

কোডটি বসিয়ে দিন এবং send icon অপশনে ক্লিক করুন।
তারপর সাকসেসফুল পেয়ারিং অপশন আসবে।

৭. এখন shizuku App এ প্রবেশ করে start অপশনে ক্লিক করুন। দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে তারপর Shizuku is running দেখাবে।

##Root বা computer এর মাধ্যমেও আপনি চাইলে shizuku running করতে পারবেন। পরবর্তী পোস্টে আমি দেখাবো কিভাবে shizuku এর মাধ্যমে সিস্টেম অ্যাপ আনইন্সটল করতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।