BPL ২০২৪
BPL ২০২৪ আগামী ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে ঢাকা ডমিনেটর্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
BPL ২০২৪-এ অংশগ্রহণকারী দলগুলো হল:
- ঢাকা ডমিনেটর্স
- কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- ফরচুন বরিশাল
- রংপুর রেঞ্জার্স
- খুলনা টাইগার্স
BPL ২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ, রবিবার।
কীভাবে BPL অনলাইনে দেখবেন ?
বিপিএল এর ম্যাচগুলো টিভিতে সরাসরি দেখা যাব। এছাড়া চ্যানেল গুলোর অনলাইন পার্টনার থেকেও আপনি চাইলে সরাসরি খেলা দেখতে পারবেন।
কোথায় আছেন তার উপর নির্ভার করে BPL ২০২৪ লাইভ দেখার মজাটা নিতে পারবেন!
বাংলাদেশে:
- একমাত্র টিভি সম্প্রচার:
- টি স্পোর্টস: বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল বশুন্ধরা গ্রুপের T Sports-এ সব ম্যাচ লাইভ দেখতে পারবেন।
- অতিরিক্ত টিভি সম্প্রচার:
- জিটিভি: ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন GTV-এও, কারণ BPL সম্প্রচার অধিকার পাওয়া একটি হিসেবে।
- স্ট্রিমিং অপশন:
- টি স্পোর্টস অ্যাপ: সব ম্যাচ লাইভ স্ট্রিম করতে পারবেন T Sports App-এ অ্যাক্সেসের মাধ্যমে।
- জিটিভি লাইভ অ্যাপ: ম্যাচগুলো লাইভ স্ট্রিম করতে পারবেন GTV Live App-এও।
ভারতে:
- ফ্যানকোড অ্যাপ/ওয়েবসাইট: BPL ২০২৪ এর সব ম্যাচ লাইভ দেখতে পারবেন Fancode App অথবা ওয়েবসাইটে একটি সাশায্য মূল্যের ট্যুর পাস কিনে।
পাকিস্তানে:
- জিও সুপার: BPL ২০২৪-এর এক্সাইটিং ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন Geo Super টিভি চ্যানেলে।
এসব মাধ্যমে আপনি খেলা দেখতে হইলে অবশ্যই আপনাকে টিভি বা পেমেন্ট করে খেলা দেখা লাগবে।
তাহলে আমরা কিভাবে ফ্রিতে মোবাইল বা কম্পিউটারে খেলা দেখব?
ফ্রি BPL দেখুন মোবাইল বা পিসিতে
ফ্রিতে খেলা দেখার জন্য নেক অনেক সাইট বা অ্যাপ আছে। আজ এগুলোর একটির সাথে আপনাদের পরিচইয় করিয়ে দিব।
- গুগলে যেয়ে সার্চ করবেন Techpriyo তাহলেই পেয়ে যাবেন
- এবার সাইটে প্রবেশের সাথে সাথেই দেখবেন বিপিএল ২০২৪ এর লিংক পেয়ে যাবেন
- এখানে পেয়ে যাবেন BPL 2024 খেলা দেখার একাধিক সার্ভার লিংক। কোনো একটিতে সমস্যা হলে আপনি অন্য লিংক ট্রাই করতে পারবেন। তাই বলা যায় এখানে আপনি অনায়াসে BPL 2024 কোনো ঝামেলা ছাড়া দেখতে পারবেন।
BPL এর জন্য ভালো কিছু এন্ড্রয়েড অ্যাপ
T Sports অ্যাপ এ আপনারা অনায়াসে খেলা দেখতে পারবেন তবে এই জন্য আপনাকে অ্যাপ এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
আর যদি মোবাইলে ফ্রি খেলা দেখতে চান তাহলে HdStream, RTStv এসব অ্যাপ এ খেলা দেখতে পারবেন। তবে এসব অ্যাপ এর মাঝে অনেক অনেক বিরক্তিকর বিজ্ঞাপণ থাকে।
কেন Techpriyo ব্যাবহার করবেন?
- খেলা দেখার একাধিক HD সার্ভার পাবেন
- সম্পূর্ণ বিনামূল্য
- কোনো প্রকার বিরক্তিকর পপ আপ বিজ্ঞাপন নেই। তাই খেলা দেখাতে বার বার পেইজ লোড দিতে হবে না