Site icon Trickbd.com

[Root] আপনার ফোনের সকল অ্যাপ ডেটা/মেসেজ/কল হিস্টরি /ওয়াইফাই নেটওয়ার্ক ব্যাক আপ রাখুন।Android [9-24] working.[Swift backup ]

Unnamed

আসসালামু আলাইকুম।

TrickBD তে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

যারা রুট ইউজার এবং যারা কাস্টম রম ব্যবহার করে থাকি, তাদের প্রায়ই সময় ক্লিন ফ্ল্যাশ এবং ডেটা ফরমেট করার দরকার হয়, যার ফলে আমাদের গুরুত্বপূর্ণ App data,Message, Call history সব রিমুভ হয়ে যায়।এবং এটি সবার কাছে একটি বিরক্তির কারণ কেননা এভাবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়।
যদিও ইতোপূর্বে অনেক অ্যাপ দিয়ে এসব ডেটা ব্যাকআপ করা যেতো তবে নতুন এন্ড্রয়েড ভারসনের রমগুলোতে আগের অ্যাপগুলো বেশিরভাগই কাজ করেনা।যেমন: Titanium Backup আগের ভার্সন গুলোতে খুব ভালো কাজ করলেও লেটেস্ট এন্ড্রয়েড 10-14 এ একদমই কাজ করেনা বলা যায়।

আজকে আপনাদের সাথে একদম লেটেস্ট A14 এও কাজ করে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো।
যার মাধ্যমে আপনারা A7-A14 যেকোনো রমের App data,Saved wifi,Call history, Messages ব্যাক আপ রাখতে পারবেন।

অ্যাপটির নাম: Swift Backup

যা কিছু ব্যাকআপ করতে পারবেন:

অ্যাপস:
আপনার ফোনে থাকা সকল ইনস্টলড এবং সিস্টেম অ্যাপ এর ডেটা ব্যাক আপ রাখতে পারবেন। ডেটা,মিডিয়া,ক্যাশ, এক্সটার্নাল স্টোরেজ ডেটাও এটার মাধ্যমে ব্যাক আপ করা যায়।

মেসেজ:
আপনার ফোনে থাকা সকল মেসেজ এই অ্যাপটির সাহায্যে ব্যাক আপ করে রাখতে পারবেন,এতে আপনার ফোনকে রিসেট করলেও আপনার মেসেজগুলো হারিয়ে যাবে না।

কল হিস্টোরি:
SWIFT Back Up অ্যাপটির মাধ্যমে আপনার ফোনের কল হিস্টরির সকল কল লগ ব্যাক।আপ করে রাখতে পারবেন।

Wallpaper :
ফোনের কারেন্ট ওয়ালপ্যাপারকে ব্যাকআপ করে রাখতে পারবেন এবং পরবর্তীদে যখন ইচ্ছা সেটা রিস্টোর করতে পারবেন।

এছাড়াও এই অ্যাপসের প্রিমিয়াম ভারসন কিনলে আপনি ক্লাউড ব্যাকআপ ও সিডিউল ব্যাক আপ করার অপশন পাবেন।


ডাউনলোড লিংক (Play Store) : Install SWIFT Backup A14

ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন।

আল্লাহ হাফিজ।
-আহমাদ তাজনুর হাবীব
ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি