Site icon Trickbd.com

[Root+ Non-Root] স্লো-চার্জিং? চার্জিং স্পিড বাড়িয়ে নিন!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

আশা করি সবাই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে রুটেড ফোনে চার্জিং স্পিড বাড়িয়ে নেবেন।

অনেক সময় চার্জিং স্পিড খুবই স্লো হয়ে যায়।
চার্জিং স্পিড মুলতো কার্নেল এবং BMS সার্কিটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে।
ফোনে ডিফল্ট চার্জিং স্পিড যতো থাকে সেটাে ব্যাটারির BMS সার্কিট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
তারপরেও অনেক সময় অরিজিনাল চার্জার পরিবর্তন করলে বা কোনো কারণ ছাড়াই মোবাইলের চার্জিং স্পিড একদমই স্লো হয়ে যায়।
আপনাদের সাথে যদি এমনটি ঘটে থাকে তাহলে সর্বপ্রথম:

1.চার্জার চেক করে দেখুন ঠিক আছে কি না।
2.চার্জারের ক্যাবলে সমস্যা আছে কিনা সেটিও চেক করুন।
3.মোবাইলের চার্জিং পোর্ট ঠিক আছে কিনা 4.সেটাও ভালোমত পরখ করুন।

5.ফোনের চার্জিং পোর্ট এ ধুলোবালি জমে গেলে সেগুলো পরিস্কার করুন।
6.চার্জিং ক্যাবল অতিরিক্ত লুস হয়ে গেলে সেটা পরিবর্তন করে ভালোমানের একটি ক্যাবল কিনুন।

উপর্যুক্ত কারণগুলো রুট/ননরুট উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

তবে যারা Magisk /Kernel SU ব্যবহার করে থাকেন তাদের জন্য রয়েছে আলাদা সমাধান।
আপনারা একটি মডিউল এর মাধ্যমে চার্জিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।

মডিউল নাম: Fast Charging Module
Setup process : Flash the module using Magisk manager or Kernel SU manager.(Magisk বা Kernel SU Manager এর মাধ্যমে মডিউলটি ফ্ল্যাশ করে দিন।
I will not responsible for any damage.Use it with your own risk.



ডাউনলোড লিংক: Fast Charging Magisk Module

Mega

ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন।

আল্লাহ হাফিজ।
-আহমাদ তাজনুর হাবীব
ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি