আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আশা করি ট্রিকবিডিবাসী সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
সবারই জানা আছে যে Android Root মানেই সবখানে অসাধারণ সব ফিচারের সমাহার?
আর তার সাথে যদি Exposed Firmware যুক্ত করা হয় তাহলে তো পুরাই আগুন।??
আজকের মডিউলটি অনেকটা সেরকমই।
আমরা সবাই কমবেশি টেলিগ্রাম ইউজ করি।
বর্তমান সময় পপুলার মেসেজিং এপসগুলোর মধ্যে টেলিগ্রাম একটি।মূলতো টেলিগ্রামের ফ্রি ক্লাউড সার্ভিসের জন্য সবাই এটি ইইজ করে।এতে বিভিন্ন ফাইল সংরক্ষণ ও শেয়ার করতে প্রচুর সুবিধা হয়।তবে টেলিগ্রামের কিছু বিষয় আমাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
যেমন:
১. টেলিগ্রামের স্টোরি হোম পেজ থেকে হাইড করতে না পারা।
২. স্পন্সর মেসেজসহ ইত্যাদি কিছু ঝামেলা।
আজকে আমি আপনাদের মাঝে যে মডিউলটি শেয়ার করবো এটার মাধ্যমে আপনারা এসব ঝামেলার পাশাপাশি আরো বেশ কিছু প্রিমিয়াম।ফিচার পাবেন।
যেমন:
@স্টোরি হোম পেজ থেকে হাইড করতে পারবেন
@চ্যাট ফোল্ডার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন।
@প্রাইভেট চ্যানেল/গ্রুপ যেখানে ফরওয়ার্ড ব্লক করা আছে সেখানে ফরওয়ার্ড করতে পারবেন।
@সকল প্রাইভেট মিডিয়া সেভ করতে পারবেন।
@স্পন্সর মেসেজ বা এডস ব্লক হয়ে যাবে।
Module Name: Re Telegram
Requirement: KSU/Magisk and Lsposed
N.B. I will not responsible for any damage and your any illegal activities.
ইনস্টল করার পদ্ধতি:
নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন মডিউলটি।
এবার ইনস্টল করুন এবং নিচের স্ক্রিনশট এর মতো এনাবল করে দিন এবং ফোনটি রিবুট করে দিন।
আপনার কাজ কম্প্লিট।?
ডাউনলোড লিংক:
Re Telegram module -Telegram Link
Re Telegram module -Mega drive
আজকে এতোটুকুই।
আর রুটেড ইউজার যারা আছেন তারা উৎসাহ দিলে আরো ভালো ভালো টেকনিক ও মডিউল শেয়ার করার চেষ্টা করবো।
কমেন্টে জানাবেন।
দোয়া রাখবেন।
ভুল ত্রুটি গুলো নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন।
আল্লাহ হাফিজ।
প্রয়োজনে যোগাযোগ:
Telegram