Site icon Trickbd.com

[Root] আপনার কার্নেল এর সেটিং পরিবর্তন করুন- Down Clock সহ আরো অসংখ্য ফিচার একটি অ্যাপে : Franco Kernel Manager নিন একদম ফ্রি।

Unnamed

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ


আশা করি সবাই ভালোই আছেন!
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি।
আপনারা টাইটেল দেখেই বুঝেছেন যে আজকে লিখাটি রুট রিলেটেড তাই যারা রুট করেছেন তাদের জন্য বিষয়টি কাজে দিবে।

আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রিমিয়াম অ্যাপ শেয়ার করবো যার সাহায্যে আপনারা রুট পারমিশন দিয়ে আপনার ফোনের Kernel এর অনেক সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।সেই সাথে রয়েছে অনেক ফিচার।নিচে তা পর্যায় ক্রমে তুলে ধরছি।

অ্যাপটির নাম: Franco Kernel Manager, প্লে – স্টোর এ এই অ্যাপটির দাম ২৯০ টাকা, তবে চিন্তার কারণ নাই আপনারা সম্পুর্ণ বিনামূল্যেই পাবেন।??

Franco Kernel Manager
Size:5.72 MB
Version:6.1.13
Download Link: Last of the post

তবে অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ডাউনলোড করে রুট পারমিশন দিয়ে নিবেন নাহলে কাজ করবেনা।

অ্যাপটির মাধ্যমে আপনারা যা কিছু করতে পারবেন:


@অ্যাপটিতে রুট পারমিশন দিয়ে Open করলে First Interface এ আপনারা:

1.CPU কোর ইনফরমেশন
2.GPU ইনফরমেশন
3.র্যাম ইউজেস
4.ব্যাটারি চার্জিং/ডিসচার্জিং স্ট্যাটাস
5.কার্নেল ইনফো ও স্লীপ টাইম দেখতে পাবেন।


এর পরে আপনারা উপরের স্ক্রিনশটের প্রতিটি অপশনে ক্লিক করলে কার্নেল এর প্রতিটি সেটিংস কাস্টমাইজেশন করার অপশন আসবে।
যেমন আমি যদি CPU এ ক্লিক করি তাহলে CPU Profile change সহ CPU down clock করার অপশন চলে আসবে, বলে রাখি সিপিইউ ডাউনক্লক করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেক বেশি পাবেন তবে পারফরম্যান্স কিছুটা ডাউন হবে আরকি।

এছাড়াও আপনারা, এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ব্যাটারি ডিসচার্জ রেশিও দেখতে পারবেন,ব্যাটারি হেলথ কতো শতাংশ সেটাও এই অ্যাপ এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। নিচের স্ক্রিনশট এ দেখুন:

আপনারা Kernel Settings থেকে : মেমরি টিউনিং,সাউন্ড, ভাইব্রেশন সহ আপনার প্রয়োজন অনুযায়ী অন্যান্য সেটিংগুলো কাস্টমাইজ করতে পারবেন:


বাকি অসংখ্য ফিচার এভাবে পোস্টে দেখানো সম্ভব নয়, আপনারা ইনস্টল করলেই বুঝতে পারবেন…কার্নেল ম্যানেজার অ্যাপসগুলোর মধ্যে আমার মতে Franco Kernel Manager ই সেরা।

ডাউনলোড লিংক:

Franco Kernel Manager – Telegram Link

Mega Link

ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আজকে এতো টুকুই।
আল্লাহ হাফিজ।


প্রয়োজনে যোগাযোগ:
Telegram