Site icon Trickbd.com

[Mega Post][Tutorial] এবার Dolby চালান যেকোনো স্টক কিংবা কাস্টম রমে (For Mt6572) -by Riadrox

Unnamed

[Mega Post][Tutorial] এবার Dolby চালান যেকোনো স্টক কিংবা কাস্টম রমে (For Mt6572) -by Riadrox

Intro

## Dolby বহু মানুষের মন জয় করে নিয়েছে ইতিমধ্যে। আমারও খুব প্রিয় ডলবি (Dolby)

## কিন্তু আমার Stock Rom Deodexed হওয়ায় ডলবি Dolby ইউস করতে পারছিলাম না।

## কোনো কোনো কাস্টম রম Dolby Support না করায় আরও ঝামেলা পোহাতে হত।

## কিন্তু আর কোনো ঝামেলা নয়, এবার আপনার পছন্দের ডলবি Dolby Mod ইউস করুন যেকোনো কাস্টম রম বা স্টক রমে।

Dolby কি?

## Dolby হল এক ধরনের Music Equalizer যা পূর্বে শুধুমাত্র Xperia ফোন ও কিছু Sony Erricson ফোনে দেখা যেত।

## Dolby Audio Mod এর মাধ্যমে আপনার ফোনের সাউন্ড Quality এত গুন বেড়ে যাবে যে, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না।

## ফোনের Speaker গুলোকে ক্ষতিগ্রস্ত না করেই Dolby Audio Modify করে।

## যারা Music শুনতে পছন্দ করেন তারা তো অবশ্যই Dolby ইউস করবেন আশা করি।

,
,
,
,

,
,

Screenshot




Download


Flashable Dolby Ui for mt6572 by Riadrox.zip (12.24mb)

Installation

## Zip File টি ডাউনলোড করে SDcard এ যেকোনো ফোল্ডারে রাখুন।

## CWM রিকভারি তে যান।

## Install zip from sdcard>Choose zip from sdcard > select the zip>Install it.

## ইনস্টল শেষ হলে reboot system now

## কাজ শেষ।

## রিবুট হলে Dolby ওপেন করুন। Settings >> Apps থেকে। অথবা Widget থেকে Dolby হোমপেজে আনুন আর Switch করুন।

,,
,,
,,

,,
,,
,
,

————————***——————————

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox