Site icon Trickbd.com

[Mega Post][JellyBean][Part-1] এবার স্টক রমকেই বানিয়ে ফেলুন কাস্টম রম ! (With Riadrox)

Unnamed

[Mega Post][JellyBean][Part-1] এবার স্টক রমকেই বানিয়ে ফেলুন কাস্টম রম ! (With Riadrox)

Intro

## অনেকদিন পর, স্টক রমে ফিরে এসেই মাথায় একটা বুদ্ধি এল : কাস্টম রমের ফিচারগুলো স্টক রমে আনা।

## আনতে সক্ষম হলাম, এবার শেয়ারের পালা। তবে,

** আপনারা মনোযোগ দিয়ে সবটুকু পোস্ট পড়বেন। আপনারা ভালভাবে না পড়েই আমাকে মেসেজ দিতে শুরু করেন, এ কারনে আমি রিপ্লাই দেই না। আর আজ থেকে শুধু পোস্ট কমেন্টের রিপ্লাই পাবেন যদি টপিক অনুযায়ী কমেন্ট করেন।

** কমেন্টে বুঝলাম না, কাজ হয় না এসব বলার প্রয়োজন নেই। কারন আমি না বোঝার মত কোনো ভাষা লেখি নি। আর ১০০% কাজ হবে। কারও যদি কাজ না করে তবে আপনার ব্যর্থতা।

## যেহেতু আপনাদের অনেকের ফোনে CWM/TWRP ইনস্টল করা নেই। তাই হয়ত কাস্টম রম দিতে পারছেন না। তাদের জন্য এই এই পোস্ট।

## কিন্তু আপনাকে অবশ্যই স্টক রমটি ব্যাকআপ রাখতে হবে অথবা স্টক রম ডাউনলোড করে রাখতে হবে, কোনো সমস্যা হলে ফ্লাশ করবেন।

## কোনো সমস্যা যেন না হয় এই জন্য আমি Xposed ইউস করব। কোনো সমস্যা হলে আনইনস্টল করলেই সমাধান হয়ে যাবে।

,
,
,
,
,
,

,,
,,

,,
,,
,,
,,
,
,

আজকের পার্ট – ১ : অটো স্ট্যাটাস বার কালার চেন্জিং


অনেক কাস্টম রমেই এই ফিচারটা আছে, বিশেষ করে মিডিয়া মোড রমগুলোতে।

## আপনি যেই এপ এ ঢুকবেন সেই এপ এর বেস থিম অনুযায়ী স্ট্যাটাসবার কালার হবে।

## ফিচারটা দারুন, কারন এটা Ui কে এক নতুন রুপ দান করে।

তবে,

## দুর্ভাগ্য বশত Jellybean Stock রমগুলোর জন্য এর কোনে এপ নেই। তাই আমি পোর্ট করে শেয়ার করলাম।

## এর ফলে আপনি জেলিবিনেই এ সুবিধাটি পাবেন।


যা যা লাগবে

# Xposed Installer (500kb)

# Ported Flat Style Color Bars (697kb)

কার্যপদ্ধতি

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন Flat Style Color Bars ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Flat Style Color Bars তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে যেকোনো এপে ঢুকুন। আর ম্যাজিক দেখুন।

## পরবর্তী পর্বে GB Customization দেওয়া হবে।

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

Credit: Riadrox

ফেসবুক পেজ – Facebook/myself.riadrox