[Root][Xposed] আপনার ফোনের Settings er ব্যাকগ্রাউন্ডে সাদা বা কালো রং বদলে ছবি বসিয়ে নিন।
Humayun
প্রথমে আপনার ফোনটি রুট করতে হবে। আগে থেকে রুট থাকলে আরে ভাল। এরপর Xposed Installer অপোন করুন। Modules এর মধ্যে গিয়ে XBackground এ টিক দিন। তারপর ফোন Reboot করুন। তারপর XBackground ঢুকে যেটা পালটাবেন সেটা সিলেট করুন।যদি আপনি Holo Dark সিলেট করেন তাহলে…..এটা পাবেন। ইচ্ছা করলে অন্য রং দিতে পারবেন, আবার অন্য ছবিও দিতে পারবেন। ছবি দিতে চাইলে Use Custom Image সিলেট করুন।তারপর Selet From Gallery সিলেট করন। তারপর ইচ্ছা মত ছবি দিয়ে, আবার ফোন Reboot করুন। তারপর ইনজয় করুন। ধন্যবাদ পোষ্টটা পড়ার জন্য।