[Root][Begining] এবার boot.img এক্সট্রাক্ট(Extract) ও রিপ্যাক করুন মোবাইল দিয়েই – by Riadrox
Introduction
## boot img এক্সট্রাক্ট করা যা তা কথা না। আমি অনেক ঘেটে মোবাইল দিয়ে তা করতে সক্ষম হই।
## boot img Extract করতে পিসি লাগে। পিসিতে Apktool বা Android kitchen এর মাধ্যমে তা করা যায়।
কিন্তু,
Apktool মোবাইল ভার্সন দিয়েও করা যায়। তবে, আমি নেট থেকে অনেক Apktool ট্রাই করছি। সবগুলো কাজ করে না।
যাই হোক আজ আমি আপনাদের শেখাব কি করে ApkTool দিয়ে Boot img এক্সট্রাক্ট করতে হয় তাও আবার পিসি ছাড়া।
,
,
,
,
,
,
Boot img Extract করে লাভ কি?
## এইটা এডভান্সড বিষয়ের কাজ, অর্থাৎ যারা কাস্টম রম বিষয়ে পারদর্শী তাদের জন্য।
কারণঃ
## কার্নেল পোর্ট করার জন্য এ প্রক্রিয়া খুব প্রয়োজন। পরবর্তী পোস্টে মোবাইল দিয়ে কার্নেল পোর্টিং শিখিয়ে দিব।
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
যা যা লাগবে
# Root Browser/ Root explorer /Es File Explorer
কার্যপদ্ধতি
## প্রথমে Apktool Zip ফাইলটি ডাউনলোড করুন। এরপর জিপ এক্সট্রাক্ট করে apktool ফোল্ডারটি SDCard এ রাখুন। See This –
## এবার এই apktool ফোল্ডারে গিয়ে apktool এর apk ফাইলটা ইনস্টল করুন।
## এবার যেকোনো রুট ফাইল ম্যানেজার দিয়ে Root ফোল্ডারের Cache ফোল্ডারে যান।(Recommended : Root Explorer)
## এবার অন্য ট্যাব থেকে SDcard এ যান এবং যে Boot img টি Extract করবেন তা Cache ফোল্ডারে কপি করুন।
## এবার Apktool App টিতে ঢুকুন। রুট পারমিশন চাইলে দিন। নিচের মত আসলে Ok করুন।
## এবার Cache ফোল্ডার এ Long Press করুন। নিচের মত মেনু আসলে get access permission (need root) এ ক্লিক করুন।
## এবার Cache ফোল্ডারে ঢুকে Boot img ফাইলটিতে ক্লিক করুন। নিচের মত মেনু আসলে expack করুন।
##এরকম আসলে ব্যাস হয়ে গেল Boot img এক্সট্রাক্ট।
এবার ramdisk ফোল্ডারে ক্লিক করলে Repack হয়ে যাবে।
পরবর্তী পোস্টঃ
কিভাবে মোবাইল দিয়ে কার্নেল পোর্ট করবেন ?? দেখে নিন।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
## Don’t Copy