Site icon Trickbd.com

এবার, আপনার প্রিয় Android ফোনটি Root (রুট) করুন কোনো ঝামেলা ছাড়া দুইটি ধাপে- সাথে Unroot (আনরুট) করার পদ্ধতি-All Android User →by-Shanto

Unnamed

((((((( আসসালামুয়ালাইকুম ))))))))

ট্রিকবিডির সকল মেম্বারদের আমার সালাম ও শুভেচ্ছা কামনা রইলো ।

রুট সম্পর্কে অনেকেই সাইটে পোষ্ট- করেছে তবে কিছু ফেনে সফল হতে পারছেন আর কিছুটা ব্যার্থই রয়ে গেল,আশাকরি যারা রুট করতে ব্যার্থ তারা আজ সফল হতে পারবেন ইনশাল্লাহ ।

আসলেই রুট শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায়, যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে। আপনার ডিভাইসটি রুট থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। বন্ধুরা আর বেশি কিছু বলবনা চলুন এবার কাজের ধাপে চলে যাই ?

ধাপ- 1

এ পদ্ধতীতে দেখাবো কিভাবে Kingroot অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনার প্রিয় এন্ড্রয়েড ফোনটি রুট করবেন।
Kingroot এপটি দিয়ে আপনি মাত্র এক ক্লিক করেই আপনার ফোনটি রুট করতে পারবেন। এটি দিয়ে অনেক আপডেট ভার্সন পর্যন্ত রুট করা সম্ভব।
চলুন এবার নিচ থেকে এপটি ডাউনলোড করে নিন ।
Click here to Download

এবার, এপটি ইনস্টল হওয়ার পর অ্যাপটি অপেন করুন -অপেন করার পর কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলটি স্ক্যান হবে এবং নিচের চিত্রটি শো করবে। ( নোটঃ ) কিছু কিছু মোবাইলে নেট কানেকশন লাগতে পারে। কাজেই নেট কানেকশন অন করে রাখবেন ।

এখানের নীল রংয়ের Try it বাটনে ক্লিক করলে ফোনের রুট Status Verify শুরু করবে।

উপরের চিত্রে দেখুন ফোনের Root Status Verify করছে।

উপরের চিত্রের নীল কালারের Start Root বাটনে ক্লিক করলে আপনার ফোনটি রুট হওয়া শুরু করবে।

উপরের চিত্রটিতে ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এটি কমপ্লিট হতে ২/৩ মিনিট সময় নিতে পারে। ১০০% হয়ে গেলে নিচের চিত্রেরমত Success ম্যাসেজ শো করবে।

Success হলে আপনার মোবাইলটি Restart করুন। এখন আপনি যদি চান শুধু KingUser টি রেখে বাকী সব Extra অ্যাপ Uninstall করতে পারেন। ব্যাশ আমাদের ( ধাপ-1 ) এর কাজ শেষ ।।

যরা ( ধাপ-1 ) Success না হতে পারেন তারা ( ধাপ-2 ) করার চেষ্ঠা করুন ।

ধাপ-2

এই পদ্ধতীতে আপনারা Framaroot নামের এই অ্যাপটি ব্যবহার করতে হবে। এটি “আল্পাজেইন” নামক একজন এন্ড্রয়েড ডেভেলপার তৈরী করেছেন, যিনি XDA Forums এর একজন জনপ্রিয় এন্ড্রয়েড ডেভেলপার। মোবাইল রুট করার জন্য এটি একটি সহজ উপায়। কোন প্রকার ঝামেলা ছাড়াই বলতে গেলে মাত্র এক ক্লিকেই আপনার মোবাইল রুট করে নিতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে এন্ড্রয়েড এর 2.00 থেকে 4.2 ভার্সন ব্যবহারকারীরা রুট করতে পারবেন। এর পরের ভার্সন ব্যবহারকারীরা এটি দিয়ে রুট করতে পারবেন না। তবে বর্তমানে Update ভার্সনটা দিয়ে হয়তো আপনি যেকোনো এন্ড্রয়েড মোবাইলে Success হতে পারবেন তবে ৮০% সিউর। তাই বলে কেউ হতাশ হবেন না। আশাকরি আমরা দুইটি ধাপ থেকে যেকোনো একটি ধাপ Success হতে পারবো।
এখন আপনারা প্রথমে নিচ থেকে Framaroot অ্যাপটি ডাউনলোড করে নেন।

Click here to Download

তারপর আপনার মোবাইলে অ্যাপটি ইনস্টল করুন।
এরপর অপেন করে নিচের চিত্রে মত ‘Install SuperSU’ সিলেক্ট করে Gandalf এ ক্লিক করুন।

এখন কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের চিত্রের মত ম্যাসেজ শো করবে ”Success- Superuser and SU binary installed. You have to reboot your device” তার মানে হচ্ছে আপনার রুট করা হয়েগেছে। এখন আপনার মোবাইল ফোনটি রিষ্টার্ট করুন। ব্যাশ আমাদের রুট এর কাজ শেষ ।।

আন রুট করার সিস্টেম

আপনার সব কিছু আগের মতই থাকবে।
আপনি শুধু Framaroot
আপনার ইনস্টাল করা app টি অপেন করুন,

আর Unroot সিলেক্ট করে Boromir এ ক্লিক করুন নিচের মত করে

ব্যাশ আমাদের আনরুটের কাজ শেষ ।।

»»বিদ্রতঃ««

➽ যেকোনো সমস্যায় মন্তব্য করুন….

More post?


কিভাবে,আপনার ফোনের Stock rom( ষ্টক রম ) Backup দিবেন । [ Tutorial ]→by- Shanto সবাইকে ধন্যবাদ । সুস্থ্য থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন ।…