Site icon Trickbd.com

[CWM/TWRP][Tweaks] PerformanceXTweaks এর মোড Flashable Zip, এখন আরও স্মুথ পারফরমেন্স ও ব্যাটারি ব্যাকআপ একটিমাত্র Tweaks এ [Full Tutorial]- by Riadrox

Unnamed

[CWM/TWRP][Tweaks] PerformanceXTweaks এর মোড Flashable Zip, এখন আরও স্মুথ পারফরমেন্স ও ব্যাটারি ব্যাকআপ একটিমাত্র Tweaks এ [Full Tutorial]- by Riadrox

## এই টুইক স্ক্রিপ্টটা আমি ওয়েবে পেয়েছি। আদৌ কাজ করে কি না তার জন্য ডাউনলোড করে আমার ফোনে ট্রাই করেছিলাম। ভালই কাজে দিল। তাই ভাবলাম আপনাদের শেয়ার করি।

## আপনাদের ফোনে ঠিকমত কাজ করার জন্য অনেক কষ্টে মোড করলাম। আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি সহজেই এ টুইক আনইনস্টল করতে পারবেন, যখন আপনার মন চায়।

## অন্যকোথাও এত ভালভাবে টিউটোরিয়ালটি দেওয়া নাই। আজকের পোস্টে সহজ করে বলে দেওয়া হয়েছে।


যা যা লাগবেঃ

## Flashable init.d support zip

## Flashable PerformaneXTweaks Zip

## Terminal Emulator

## যেকোনো কাস্টম রিকভারি


কাজঃ


## প্রথমে সব গুলো ডাউনলোড করে নিন। এবার আপনার ফোনের রিকভারি মুডে যান। (Power+Volume)

## Install Zip from Sdcard >> Flashable init.d support zip সিলেক্ট করে ইনস্টল করুন।

## Install Zip from Sdcard >> Flashable PerformaneXTweaks Zip সিলেক্ট করে ইনস্টল করুন।

## Reboot করুন। ফোন অন হলে Terminal Emulator Install দিন।

## ওপেন করে su লিখে Enter দিন। (ছোট হাতের su) রুট পারমিশন চাইলে ওকে দিন।

## এবার check লিখে Enter দিন। নিচের মত ইনস্টলড লগস দেখাতে থাকলে মনে করবেন সফল হয়েছেন। এবাট স্মুথলি ফোন চালান আমার মত।

## যদি লগস না দেখায় তবে রিকভারি মোড এ গিয়ে mount /system করুন আর Install Zip from Sdcard >> Flashable PerformaneXTweaks Zip সিলেক্ট করে ইনস্টল করুন।

## এবার উপভোগ করুন ল্যাগবিহীন, স্মুথ, ফাস্ট ও ব্যাটারি ব্যাকআপ।


এছাড়াও–

→Less lag

→Faster and safer conections on WiFi/Mobile Networks

→Better battery life

→Better memory management

→Less force closes on your apps

→Faster SD Card read/write speeds

→SQlite optimizations

→Cleaned RAM every hour (Cached apps)

→Excelent overall performance

→Your android device will feel smoother!

## স্ক্রিপটি আনইনস্টল করতে চাইলে Terminal Emulator এ su লিখে ইন্টার দিন এরপর uninstall লিখে ইন্টার দিলেই হবে।

বিঃদ্রঃ সব কার্নেল init.d সাপোর্ট করে না তাই সব ফোনে নাও কাজ করতে পারে।


================================================

ধন্যবাদ

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ