আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন ।
আমিও ভালো আছি ।
আজ আপনাদের শখের এন্ডোয়েড মোবাইলের রুট সম্পর্কে কিছু ধারনা নিয়ে এসেছি । ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।
এখন বেশির ভাগ এন্ডোয়েড মোবাইল রুট করা হয় বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য ।
কিন্তু, রুট করলে সাধারণত মোবাইলের warranty কার্ড বাতিল হয়ে যায় ।
আমার একটি ঘটনাই বলি,
আমার মোবাইল ক্রয় করার 3 মাস পরেই রুট করি এবং মোবাইলের warranty সময় ছিল 1 বছর ।
তারপর আমি warranty তে মোবাইল টি দিলে তারা আমার মোবাইলটি ঠিক করে দেয় ।
বন্ধুরা, আমি রুট করেও আমার মোবাইল warranty তে প্রযোজ্য হয়
তার কারণ আমার মোবাইলটি একদম বন্ধ হয়ে ছিল ।
তাই কারো যদি আমার মতো সমস্যা হয় তবে রুট প্রযোজ্য হবে ।
তবে এক্ষেত্রে অবশ্যই মোবাইল টি বন্ধ হয়ে থাকতে হবে যেন warranty দেওয়ার সময় তারা ধরতে না পারে যে আপনার মোবাইলটি রুট করা অবস্তায় ছিল । আর যদি আপনার মোবাইলটি রুট করা অবস্তায় সিস্টেমের কোনো সমস্যা হয় তবে warranty প্রযোজ্য হবে না কারণ তারা চেক করলেই বুঝতে পারবে আপনার মোবাইলটি রুট করা ছিল ।
তাই যে সকল বন্ধরা রুট সম্পর্কে ভালো ধারণা নেই তাদের রুট না করাই ভালো ।
আর হে, বন্ধরা
ট্রিকবিডিতে অনেকেই খারাপ কমেন্ট করেন যা অনেক খারাপ লাগে আর sexual কিছু লিখবেন না যা আপনার আমার রোজা, উপাবাস
ভেঙ্গে ফেলে ।
সব সময় সৎ পথে চলার চেষ্টা করুন, দেখবেন একদিন না একদিন সাফল্য আপনার হাতের মুঠোই ।
ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন ।