প্রথমে আমার সালাম নিবেন।আশা করি ভালো আছেন।শরু করা যাক আজকের টুইটড়িয়াল।আসলে আমরা যখন whatsapp এ কাউকে মেসেজ দেই তখন,এই মেসেজ এ কিছু ভুল লিখলে,বা ইচ্ছা করে বকা দিলে,সেটা আবার edit করতে পারবেন,সেই মেসেজ আপনিয় পাঠান বা আপনাকেই পাঠাক সব মেসেজ কেই edit করতে পারবেন,,যা যা লাগবে।
১,রুটেড মোবাইল
২,SQ Lite edittor Pro
শরু করা যাক।
প্রথমে সফটওয়্যার টা উপেন করে Root permission allow/grant নিচের মত whatsapp এ ক্লিক করুন।
তারপর msgstore.db তে ক্লিক করুন।
তারপর এই পেইজ টা ডান দিক থেকে বাম দিকে টানুন।
তারপর আপনার মেসেজ গুলি দেখতে পাবেন,যে টা edit করতে চান সেটা চাপ দিয়ে ধরুন।
তারপর edit record এ ক্লিক করুন।
একটু নিচে আপনার মেসেজ টা দেখতে পাবেন সেটার জাইগাই আপনি যা ইচ্ছা তাই বসিয়ে।save এ দিয়ে বেরিয়ে আসুন।
আশা করি সবাই বুজতে পেরেছেন।এবার whatsapp এর মধ্যে ডুকে দেখুন।
[আমার কিছু কথা]
এই ট্রিকিবিডির পরিবেশ সুন্দর রাখার দায়িত্য আমদের।আপনারা যাদি ভালো পোস্ট করেন কার এত সাহস হবে খারাপ কমেন্ট করার।এই ছিল আমার কথা আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন।