Site icon Trickbd.com

এবার রুট করুন সামসাং এর জনপ্রিয় ফোন GT-S5360 এটা কোন এপ দিয়ে হয় না এই ট্রিক ছাড়া অনেকের রিকুয়েস্ট এর জন্য করলাম সারা Google খুজে,,

Unnamed

সামসাং

এর আন্ড্রয়েডগুলো সাধারণত কম্পিউটার ছাড়া রুট করা যায় না।

আর ২০১৩-১৪ সালে প্রায় মানুষের হাতে ছিল।আর এর ভার্সন ২.৩.৬ হওয়ায় এই ফোন ইউজকারীর একটাই ঝোক আর তা হচ্ছে এই ফোনরুট করার।

কিন্তু এই ফোন কোন এপ বা এমনকি কম্পিউটার দিয়েও রুট হয় না।তাই আমারো এই ফোন একটা আছে + অনেকের রিকুয়েস্ট এর জন্য।

সারা গুগল খুজে খুজে পেলাম,,,

প্রথমে এই লিংক থেকে ২.১৬এম্বির ফাইল নামান।

তারপর ফাইলটা মেমরিকারডে রাখুন,,কোন ফোল্ডারে রাখবেন না।

তারপর মোবাইল সুইচ অফ করে চিত্রের মত অই তিন বাটন চেপে ধরুন যতক্ষন না রিকোভরি মোড আসে।

পাওয়ার বাটন + হোম বাটন+ভলিউম আপ মানে যেটা দিয়ে সাউন্ড বাড়াই একসাথে চেপে রাখুন।

রিকোভরি মোডে যাওয়ার পর তারপর আবার চিত্র ফলো করুন,,

আবার ফলো করুন নিচের চিত্র এবার অই যেই ফাইল নামালেন অইটা সিলেক্ট করুন।

অইটা Update.Zip ফাইল আকারে থাকবে।
তারপর আবার ফলো করুন চিত্র,

এবার রিবোট সিস্টেম ক্লিক করুন তারপর ওপেন করে দেখবেন।এই এপটি অটো ইন্সটল হয়ে গেসে।

ব্যাস আপনার ফোন রুট হয়ে গেসে।

চেক করতে রুট চেকার এপ্টা নামিয়ে চেক করুন।

যেকোনো প্রয়জনে ফেসবুকে আমি।

সবাইকে ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য আর ট্রিকবিডির সাথেই থাকুন।