কেমন আছেন সবাই?? আশা করি ভালো.. আজ আমি আপনাদের এন্ড্রয়েড এর একটি এপর প্রবলেমের সমাধান দিবো…
ইন্টারনাল স্টোরেজে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা স্বত্তেও এপস ইন্সটল হয় না.. “Not enough space অথবা এরকম কিছু ম্যাসেজ শো করে… তাই বলে সব এপসেই কিন্তু এ সমস্যা হয় না… এরকম হয়, আপনি যখন কোনো এপ আনইনস্টল করে আবার পুনরায় ইন্সটল করতে যান তখন.. তাও সবসময় বা সব এপস এর ক্ষেত্রে নয়…
যাই হোক, চলুন দেখে নেই এ সমস্যা কিভাবে সমাধান করবেন –
যা যা লাগবে-
প্রথমে এপটি ওপেন করুন.. তারপর “Mounted as rw” স্ক্রীনের উপরের দিকে এটি পাবেন.. এটি আপনাকে
রিড রাইট পার্মিশন দিবে.. এরপর “data” ফোল্ডারে
ক্লিক করুন…..
এবার “app” ফোল্ডারে ঢুকুন.. এখন যে এপটি ইন্সটল করার সময় ওরকম সমস্যা হচ্ছে সেটির একটি “.odex” ফাইল আছে, ধরুন Modern Combat 2 তে এরকম সমস্যা হচ্ছে তখন Data>app এ এক্সেস করলে “modern combat 2.odex” এরকম একটি ফাইল পাবেন…..
এখন এটি ডিলিট করে দিন. তারপর সেটটি রিবুট করে নিন.. এখন আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত এপ টি ইন্সটল করতে পারবেন…..
বি. দ্র :যেভাবে বলছি সেভাবেই করবেন. উল্টাপাল্টা কিছু করে সেটের বারোটা বাজালে আমি বা ট্রিকবিডি দায়ী থাকবে না…..