Site icon Trickbd.com

[Mega Post] [Root] PC ছাড়া ফোন দিয়ে CTR ( Carlive Touch Recovery ) তৈরী করুন নিজেই by Shovo

Unnamed

Mobile Root করার পর প্রয়োজনীয় কাজ
হচ্ছে Recovery Mod Install করা। কিন্তু
অনেক সময় Mobile এর জন্য Recovery Mod না
পেয়ে হতাস হয়ে বসে থাকতে হয়।
● কিন্তু আজকের এই Post এর মাধ্যমে
জানতে পারবেন, কিবাবে Cerlive Touch
Recovery (CTR) Recovery File Create করতে হয়।
■■■■■■■■■■■
যা যা প্রয়োজন
■■■■■■■■■■■
● Rooted Android Device
● BusyBox Pro – Download
● Apktool – Download
● Root Explorer – Download
● Stock Recovery . img ও boot . img
● Device এর Recovery অনুযায়ী CTR Sample
Recovery . img – Download
■■■■■■■■■
কাজের ধাপ
■■■■■■■■■
●☞ প্রথমে BusyBox টি Install করে Open করুন।
Root Permission চাইলে Grant করুন এবং এর
ভিতর থেকে Install এ Click করে Normal
Install এ Click করুন। কাজটি শেষ না হওয়া
পর্যন্ত অপেক্ষা করুন।
●☞ এবার ApkTool টি Download করে Extract
করে SD Card এ রাখুন। কোন Folder এ নয়।
●☞ Extract হলে ApkTool নামে একটি Folder
পাবেন, সেখান থেকে ApkTools . apk
install করুন। এই Folder থেকে আর কোন File
Delete বা Open করবেন না।
●☞ এবার Apktool টি Open করুন এবং Root
Permission চাইলে Grant করুন।
●☞ এবার আপনার Download করা CTR Sample
Recovery File টির নাম পরিবর্তন করে শুধু
recovery . img করুন।
●☞ Root Explorer টি Open করুন। RW তে Click

করুন এবং Root Permission চাইলে Grant করুন।
এরপর Cache Folder এ প্রবেশ করুন। সেখানে
দুটো Folder পাবেন lost+found এবং recovery
। এইগুলো Delete করুন।
●☞ এবার cache Folder এ Ported Recovery
নামে একটি, Boot নামে একটি এবং
Stock Recovery নামে একটি, মোট তিনটি
Folder তৈরি করুন।
●☞ এবার SD Card এ থাকা boot . img টা
device→cache→Boot Folder এ Paste করুন।
●☞ এবার CTR Simple recovery . img টা Copy
করে device→cache→Ported Recovery Folder এ
Paste করুন এবং Rename করে recovery . img
করুন।
●☞ এবার Device এর Stock recovery . img টা
Copy করে device→cache→Stock Recovery
Folder এ Paste করুন এবং এটিরও নাম Rename
করে recovery . img করুন।
●☞ এবার Apktool টি Open করুন cache Folder
এর ওপর Hold Touch করুন এবং Get Access
Permission এ Click করুন। Root Permission
চাইলে Grant করুন।
●☞ এবার Boot Folder হতেও একইভাবে Get
Access Permission এ Click করুন এবং ওপেন
করুন। boot . img তে Click করুন এবং expack-
mt65xx এ Click করুন। Root Permission চাইলে
Grant করুন।
●☞ এবার boot . img টি Extract হবে। Extract
হলে 1249+1 record in 1249+1 record out এবং
3068 blocks বা জাতিয় কিছু লেখা
আসবে। কোন ভয় পাওয়ার কিছু নাই।
●☞ Extract হলে kernel, ramdisk .cpio . gz,
ramdisk নামে কিছু File/Folder পাবেন।
●☞ ঠিক একইভাবে Get Access Permission
নিয়ে device→cache→Ported Recovery
থেকে recovery . img Extract করুন।
●☞ এইভাবে device→cache→Stock Recovery
থেকে recovery . img Extract করুন।
●☞ এখন Root Explorer দিয়ে- Ported Recovery
Folder থেকে ramdisk Folder এ গিয়ে,
meta_init . rc, meta_init . modem . rc,
meta_init . project . rc, fstab, uventd . rc,
uventd . goldfish . rc File গুলো Delete করে দিন।
●☞ এবার Boot Folder থেকে ramdisk Folder এ
গিয়ে, meta_init . modem . rc,
meta_init . project . rc, meta_init . rc, File গুলা
Copy করে Ported Recovery এর ramdisk Folder এ
Paste করুন।
●☞ এবার Stock Recovery Folder থেকে
ramdisk Folder এ গিয়ে, fstab, ueventd . rc,
ueventd . goldfish . rc, File গুলা Copy করে Ported
Recovery এর ramdisk Folder এ Paste করুন।
●☞ এবার Stock Recovery Folder হতে kernel
File টি Copy করে Ported Recovery Folder এ
Paste/Overwrite করুন।
●☞ এবার device→cache Folder হতে Stock
Recovery এবং Boot Folder টি Delete করুন।
●☞ এবার আবার Apktool টি Open করে
device→ cache→Ported Recovery এ যান।
এবার ramdisk Folder এ Click করুন এবং “repack-
mt65xx” এ Click করুন। Root Permission চাইলে
Grant করুন। কিছুক্ষন Loading হবে এবং OK
লেখা আসবে। ব্যস কাজ ।
●☞ এবার Root Explorer দিয়ে-
device→cache→Poted Recovery হতে new . img
কপি করে SD Card এ রাখুন এবং
recovery . img নামে Rename করে Flashify/
MobileUncle Tool এর সাহায্যে Flash করুন।
বিঃদ্রঃ এটটা যেহেতু খুবই এক্সপার্ট লেভেলের কাজ। তাই যারা এই বিষয়ে খুব দক্ষ তারাই নিজ দায়িত্বে কাজ করবেন। আর যারা কম বুঝেন তারা এই কাজ না করলেই ভালো।
যে কোন প্রকার ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ি না। ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি