Site icon Trickbd.com

[Root] [cwm] ANDROID মোবাইল দিয়ে নিজেই তৈরী করুন Flashable Stock Rom by Shovo

Unnamed

আমরা অনেকেই custom Rom install, recovery install অথবা অন্য কোন কাজ করতে গিয়ে ফোন কে ব্রিক করে ফেলি।
যার জন্য পরে আমাদের পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। নিজে flash দিতে হয় না হলে কাস্টোমার কেয়ারে ছুটতে হয়, কত কিছু।
তাই এই সমস্যা সমাধানে আজ আপনাদের সাথে শেয়ার করলাম কি ভাবে আপনি আপনার ফোনের জন্য flashable stock rom তৈরি করবেন। যা Same custom rom install করার মতো install করতে পারবেন।
বার বার breakup, restore করার ঝামেলা একদম থাকবে না।

==== যা যা লাগবে ====
Android Rooted Device
Root Explorer : Download
ZArchiver pro: Download
zip file : Download
CWM , CTR , TWRP , COT Recovery
==== এবার কাজ শুরু করা যাক ====
●⇨ প্রথমে আপনার প্রয়োজনীয় ডাটা এবং Apps ব্যাকআপ রাখুন।
●⇨ এবার Mobile এর Recovery Moe এ চলে যান। Recovery Mod এ গিয়ে Volume ( +) Button
এবং Power Button একসাথে ধরে রাখুন।
তারপর Wipe Data→Wipe Cach →Wipe Dalvik Cache করুন।

●⇨ এবার আপনার Mobile এর Stock Rom টি Backup রাখুন। Backup & Restore→Backup→ Yes ।
এই Rom টি আপনার SD Card এর clockworkmod
নামের Folder এ Save হবে।
●⇨ এবার আপনার SD Card এ একটি নির্দ্দিষ্ট Folder তৈরী করুন। ধরে নিলাম সেই Folder টি Flashable Zip নামে তৈরী করেছেন।
●⇨ এবার আপনার SD Card থেকে
clockworkmod>backup> ( date) থেকে system . ext 4. tar. a ফাইল টি Copy করে Flashable Zip Folder টিতে Paste করুন এবং
সেই system . ext 4. tar. a Folder টি Rename করে system নামে Save করুন।

● এখন Device এর Backup এ
রাখা clockworkmod Folder থেকে boot . img এবং logo . bin এই দুইটি File Copy করে আপনার SD Card এ তৈরী করা Flashable Zip Folder টিতে Paste করুন।
●⇨ এবার উপরে থেকে . zip File টি
Download করে Extract করুন। Extract করার পর কিছু File/Folder দেখতে পারবেন।
● এবার META – INF→com →google → android এই Folder এ গিয়ে Update Script টি Root Explorer এর মাধ্যমে Open করুন , তবে Open করার সময় Open In Text Editor টিতে Click করতে হবে।
●⇨ এবার নিচের দুইটি Line খুজে বের করুন।
format(” ext 4″, “EMMC”, “/ dev/ block/
mmcblk 0p 6”, “0”);
mount(” ext 4″, “EMMC”, “/dev /block/ mmcblk 0p 6”,
“/system “);
এটি হলো আপনার এন্ড্রয়েডেরপারটিশন এড্রেস।যেমন প্রিমো এইচ থ্রি এর system এড্রেসহলো ‘’mmcblk0p6’’ এবং data এড্রেসহলো ‘’mmcblk0p8’’ এখনআপনার পারটিশন এড্রেস অনুযায়ি এই অংশটি পরিবর্তন করুন। ইডিট করে সেভ করুন ।
ওখানে update script.bac নামে একটি file পাবেন সেটা delete করে দিবেন।

● এখন এই META -INF folder টি flashable file এ copy করুন।
●⇨ এখন zarchiver pro দিয়ে META – INF , system , logo . bin , boot . img
গুলুকে একসাথে zip করুন। zip করা হয়ে গেলে আপনার Rom টি Flash করার জন্য প্রস্তুত।
●⇨ তবুও বলে রাখি এই কাজটি করার আগে অবশ্যই উক্ত Mobile এর Stock Rom Backup রেখে দিবেন।

★★★এটা যেহেতু এডভান্স লেভেলের কাজ। তাই যারা এই বিষয়ে খুব দক্ষ তারাই নিজ দায়িত্বে কাজ করবেন।
যে কোন ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ি না। ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি