Site icon Trickbd.com

[Requested] IMEI Code হারিয়ে ফেললে বা invalid হয়ে গেলে যা করনীয় By Shovo

Unnamed

অনেক সময়ই না বুঝে বা advance
লেবেলের কাজ করতে গিয়ে আমাদের
android ফোনের IMEI নাম্বারটি ডিলেট
বা মুছে যায় ফলে ফোনে সিম সাপোর্ট
করে না এবং নেটওয়ার্ক ও সো করে না
। আপনি যদি কখনো আপনার মোবাইলের
IMEI Code হারিয়ে ফেলেন তবে
নিম্নোক্ত ফাইলটির মাধ্যমে আপনার
IMEI Code টি ফিরে পাবেন। তবে এর জন্য
মোবাইল অবশ্যই Rooted হতে হবে।

★★★যা যা প্রয়োজনঃ
IMEI . zip : – Download
Root xplorer: Download
এই গুলো download করে নিন
★★★কাজের ধাপঃ –
1- প্রথমে উপরের লিংক থেকে imei. zip ফাইটি ডাউনলোড করে আপনার Computer এর Desktop এ রাখুন এবং Extact করুন। দেখবেন IMEI নামের একটা ফোল্ডার
এসেছে।

2- এবার আপনার মোবাইলের Bettary খুলুন। দেখবেন Bettary রাখার জায়গায় একটা Sticker আছে এবং সেটাতে আপনার মোবাইল এর IMEI নাম্বার লিখা আছে।
3- এবার Extract করা IMEI ফোল্ডারের উপর
Shift চেপে ধরে Mouse এর Right Button এ
Click করুন।দেখবেন “Open command window
here” অথবা “CMD here as admin” এর মত দুইটি
Option এসেছে।দুইটার যেটাই আসুক Select করুন।দেখবেন একটা Commoand Window এসেছে। এখন সেখানে নিচের মত করে লিখুন। imei . exe
অর্থাৎ এর জন্য আপনার প্রথম ১৫ সংখ্যার IMEI লিখবেন এবং এর জন্য দ্বিত্মিয় ১৫ সংখ্যার IMEI লিখবেন । দুইটি IMEI এর মাঝে স্পেস থাকবে।
Example : – imei. exe ×××××××××××××××
( space)×××××××××××××××
4- এবার Enter চাপুন। New IMEI in file=MPOB _001 _NEW লিখা উঠলে ফোল্ডার ( IMEI) টি Open করুন।
5- দেখবেন MPOB _001 _NEW নামের একটি ফাইল তৈরী হয়েছে। এখন এটাকে Rename করে MPOB _001 করে দিন। এখন এই ফাইলটি আপনার মোবাইলের SD Card এ Copy করুন।
6- এখন Google Play Store থেকে ROM toolbox lite টি Download করে নিন। এছাড়া Root
explorer এগুলো হলেও চলবে।
আমি Root Explorer দিয়ে করেছি। উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন।
7- Root Explorer টি Download করুন এবং Install করুন। এবার Root Explorer টি Open করে নিচের মত করে অনুসরন করুন : –
Root > data > nvram > md > NVRAM > NVD _ IMEI
8- এখন NVD _IMEI ফোল্ডারে প্রবেশ MPOB _001 নামের একটি ফাইল দেখতে পাবেন। সেই ফাইলটা Delete করে দিন।
9- এবার PC দিয়ে তৈরী করা MPOB _001
ফাইলটি SD Card থেকে NVD _IMEI
ফোল্ডারে Copy করুন। এবার Copy হওয়া ফাইলটিতে চেপে ধরে রাখুন। একট Pop – up Window আসবে। সেখানে অনেক Option থাকবে। সেখান থেকে Permission এ Click করুন। এখন Permission টি নিচের মত করে দিন।
[*] [*] [ ]
[*] [*] [ ]
[ ] [ ] [ ]
(*) এই চিহ্ন এর Box গুলুতে (✔) মার্ক দিন এবং বাকি Box গুলু খালি রেখে দিন।
=ব্যাস কাজ শেষ। এবার মোবাইল Reboot করুন।
এখন #*06# Dail করুন অথবা Setting>About Phone >Status এ গিয়ে দেখুন IMEI নাম্বার Save হয়ে গেছে এবং Baseband আগের মত হয়ে গেছে।
তো পেয়ে গেলেন আপনার কাংখিত
সমস্যার সমাধান।

বিঃদ্রঃ সকল প্রকার কাজ নিজ
দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির
জন্য আমি দায়ী থাকবে না
ফেসবুকে আমি