অনেকে বলেছেন আপনারা অনেক চেষ্টা করেও আপনার ফোনটি রুট করতে পারেন নি। Framaroot, IRoot, Kingroot, Kingoroot ইত্যাদি ইত্যাদি app ব্যবহার করেও কাজ হয়নি। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কম্পিউটার দিয়ে আপনার ফোনটি রুট করবেন। যারা জানেন খুব ভালো। আর যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক।
★★★যা যা লাগবে★★★
1- PC or Laptop (install any Windows)
2- Root software (Root Genius)
3- Installed USB driver
★★★কাজের ধাপ★★★
1- প্রথমে আপনার ফোনের USB Driver
ডাউনলোড করে কম্পিউটারে Install করুন।
2- এবার ফোনের Settings >Developers
Option >USB Debugging এ on করে দিন।
( নোটঃ – Developers Option Hide করা
থাকলে Settings> About Phone >Built Number এ
পাঁচ- আটবার টাচ করলেই পাবেন )
3- এবার Root Genius অ্যাপ্সটি
4- তারপর পিসির সাথে আপনার
ডিভাইসটিকে USB Cable এর মাধ্যমে কানেক্ট করে Root Genius অ্যাপ্সটি চালু করুন।
5- পিসির সাথে আপনার ফোন
কানেক্ট হলে, Root Genius অ্যাপ্সটি
Automatically আপনার ডিভাইসকে Detect করে নিবে।
6- এবার Root Genius থেকে “Root It ” এ ক্লিক করুন।
তাহলে Rooting Process শুরু হবে
এবং কয়েক মিনিটের মধ্যে আপনার
ফোনটি Root হয়ে যাবে।
7- রুট হয়েছে কিনা দেখার জন্য,
Applications Menu তে গিয়ে দেখুন KingUser নামে কোন অ্যাপ আছে কিনা , থাকলে আপনার ফোন রুটেড।
★★এছাড়া Root Checker Application এর মাধ্যমেও দেখতে পারেন, রুট হয়েছে কিনা।
Old Version – Download
উপরের Screenshot গুলো এই old version এর।
Latest Version – Download
লেটেস্ট ভার্শন এর Screenshot গুলো নিচের মত হবে।
প্রথমে Old Version টা দিয়ে কাজ করবেন। এটা দিয়ে প্রায় maximum Phone Root হয়ে যাওয়ার কথা। যদি তাও কাজ না হয় তাহলে Latest Version দিয়ে কাজ করবেন।
ধন্যবাদ সবাইকে।
বিঃদ্রঃ সকল প্রকার কাজ নিজ
দ্বায়িত্বে করবেন কোন প্রকার ক্ষতির
জন্য আমি দায়ী থাকবো না
★★★ ফেসবুকে আমি ★★★