সুপ্রিয় এন্ড্রোইড ইউজার,
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুনাময়ের অশেষ রহমতে ভালোই আছেন। আমিও সেই মহান সত্ত্বার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক…
নোটিফিকেশন প্যানেলের ব্যাকগ্রাউন্ড চেন্জ করে যেকোন ছবি লাগাতে আপনার প্রয়োজন হবে xqs background নামের একটি অ্যাপ, সেই সাথে আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে এবং আপনার মোবাইলে xposed installer ইন্সটল করা থাকতে হবে।
তো চলুন শুরু করা যাক
প্রথমে xposed installer এপ্লিকেশনটি ওপেন করুন, xposed installer app এর ডাউনলোড লিঙ্ক উপরের ভিডিওটির ডেসক্রিপশনে পাবেন। appটি ওপেন করার পর ডাউনলোড এ যান। এখন xqs লিখে সার্চ করুন। এখন আপনি xqs background নামের একটি app দেখতে পাবেন। সেটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করা হয়ে গেলে xposed installer এর hompage এ ফিরে আসুন। এখন modules এ যান এবং xqs background appটি মার্ক করে দিন এবং ফোনটি reboot করুন। রিবুট করার পর xqs app টি ওপেন করুন এবং পিক ইমেজ বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবি add করে দিন।
ফেসবুকে আমি