এই সমস্যাটি হয় বেশিরভাগ স্যামসাং ইউজারদের। কারন তাদের ফোন স্টোরেজ অনেক কম থাকে। এমন অবস্থায় ২/৩ জিবির গেইম ডাটা ফোন মেমোরিতে রেখে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
আজ আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে এসব ডাটা ফাইল এক্সটার্নাল এসডি কার্ডে রেখে গেইম প্লে করবেন।
.
Requirements
#Root
# FolderMount.apk
.
ডাওনলোড করে রাখুন।
।
এবার যেই গেইম আপনি SD Card এ রেখে খেলতে চাচ্ছে সেই গেইমটি এক্সট্রাক্ট করুন (যদি জিপ ফাইল ফরম্যাটে থাকে)
এরপর গেইমটির Data/obb ফাইল SD> Android > Obb তে পেস্ট করুন।
এবং Data/obb ফোল্ডারের নাম অনুযায়ি Phone Memory > Android > obb তে একটা ফোল্ডার বানান। (জাস্ট ফোল্ডার বানাবেন ভিতরে ফাইল রাখবেন না)
এভাবে:
।
#Root Permission Grant করুন।
#এরপর App Analyzer এ ক্লিক করুন।
।
তারপরে আপনি যে গেইমটি মেমোরি তে রেখে খেলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। (আমি Cricker Career 2016 নিয়ে দেখাচ্ছি)
।
তারপর Craete Pair এ ক্লিক করুন।
।
এরপর Yes সিলেক্ট করুন
তারপর Top Right Corner এ Mark এ Click করুন।
।
আবার Back এ এসে List Of pairs এ ক্লিক করুন
।
।
।
।
এরপর গেইম Open করে আরামসে খেলতে থাকুন। (Happy Gaming)
আর টিউনটি সম্পর্কে অবশ্যই মতামত জানাবেন।
Thank You