Site icon Trickbd.com

এই বার আপনার samsung ফোন রুট এবং আনরুট করুন খুব সহজ পদ্ধতিতে।কোনো প্রকার pc/computer ছাডা।সাথে স্ক্রিনসুট সহ।

Unnamed

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো
আছেন।
আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে।
আজকে নিয়ে এলাম কি ভাবে আপনারা খুব সহজে samsung ফোন রুট এবং আনরুট করবেন।
আমি আমার samsung s4 ফোন রুট করেছি এই পদ্ধতি তে। এই পদ্ধতি তে রুট করতে কোনো প্রকার pc বা computer এর প্রয়োজন নেই।
তা হলে চলুন শুরু করি:–
আমি আগে বলে রাখি রুট করলে নিজ দায়িত্ব এ রুট করবেন।কোনো প্রকার ক্ষতি হলে আমি/ট্রিকবিডি দায়ি থাকবে না।
প্রথমে এইখান থেকে kingroot এপটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে uc browser ব্যবহার করুন। আর রুট করার সময় Data connection on থাকতে হবে। এর পর অপেন করুন।
ওপেন হলে উপরের দিকে টান দিন।এরপর আবার উপরের দিকে আরেক টান দিন।

তারপর ট্রাই ইট এ click করুন।এর পর sshort গুলো দেখুন।এবং এই অনুযায়ী কাজ করুন:–




রুট তো করা হলো এইবার কিভাবে আনরুট করবেন।চলুন তাহলে কিভাবে আনরুট করবেন দেখে নিয়।





আনরুট হলে আপনার ফোন টি রিভুট হবে অর্থাৎ রিস্টার্ট নিবে। ভয় পাবেন না।
যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন।

আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে। সে

পর্যন্ত ভালো থাকুন।এবং ট্রিকবিডি এর সাথে থাকুন।
খোদা হাফেজ!