সবাইকে সালাম জানাই।
কয়েকদিন ধরে নিয়মিত পোস্ট করতে পারছি না। মনে হয় জ্ঞান শেষ হয়ে গেছে।
কিন্তু আমার ধারনা ভুল। জ্ঞানের পরিধি অসীম। এক জিনিস যতবার নিয়ে নাড়াচাড়া করবে তত বারেই নতুন কিছু শিখবে।
তো চলুন পোস্ট এ যাওয়া যাক।
কিছু কথা
[না পরলেই পোস্ট এর মজা শেষ]
** ফোন কিনে প্রথমে আমরা যা করি তা হলো একটা পাসওয়ার্ড/প্যাটার্ন দেই যাতে কেউ খুলতে না পারে।
** কয়েক মাস / বছর চালানোর পরে বুজলাম নাহ রুট না করলে মজা নাই তাই রেডি হলাম।
** অনেক অ্যাপ এর মাঝে বেছে নিলাম কিং রুট। কারন সবাই এর কথা বেশি বলে। কিন্তু হলো না। Failed
** রাগ এলো এই অ্যাপ এর উপর। কার কাছে যেন শুনলাম কিংগো রুট অ্যাপ ব্যবহার করার। উপায় না দেখে ট্রাই মারলাম। একি!!!!!!!! দুই মিনিটেই সাকসেসফুল।।।।
** পচা কিং রুট অ্যাপ। শুধু নামেই কিং [ একটু পরেই বুজবেন কিং রুট আসলেই কিং]
** কিন্তু রুট করার পর দেখি Sd Card রাইট একসেস সমস্যা করে।Lucky Patcher এর কাস্টম প্যাচ চালাতে পারি না। রুট করেও আনরুটের মত Poweramp চালাতে হবে????
ধুর এই ভার্সনের ফোন কিনাই ভুল করছি। জেলিবিনে কত আরাম।
** শেষ পর্যন্ত জেলিবিনের খোজ।
Kingo Root এর কার্য কলাপ
উপরের মত হয়ত অনেকেই ভাবছেন।
কিং রুট যেটা পারল না সেটা কিংগো কিভাবে পারলো???
হ্যা, যে জিবনে দুধ খায় নি তাকে যদি ঘোলের সাথে চিনি মিশিয়ে দেয়া হয় তবে যেমন বুজতে পারবে না সেই রকম ভাবে কিংগো করে।
** তাহলে উপায়????
** হ্যা, আছে। এটা আমিও জানতাম না। আমার ফোন টাও আমি প্রথমে Kingo দিয়ে রুট করছিলাম।
** পরে দেখি মহা ভেজাল। বেশির ভাগ রুটের কাজেই প্রব্লেম দেখায়। তাই ফোন টা আন রুট করি।
** কিন্তু আজকে ঐ পচা Kingroot দিয়েই সাকসেসফুল হলাম। কোন রকম রিবুট ছাড়াই। এবং প্রথম বারেই কাস্টম প্যাচ করে Poweramp আনলক করলাম।
তো যেভাবে রুট করলামঃ
** পোস্ট এর শুরুতে বলা আছে পাসওয়ার্ড / প্যাটার্ন দেয়া। ফোন এ এমনিতেই সিকিউরিটি দেয়া থাকে। তার উপর আমাদের পাসওয়ার্ড। এই ডাবল সিকিউরিটি এর কারনেই কিং রুট অ্যাপ রুট করতে পারে না।
** তাই রুট করার আগে সকল প্যাটার্ন বা পাসওয়ার্ড বাদ দিন। স্ক্রিন লক হিসেবে স্লাইড বা কোন কিছুই দিবেন না।
** আশা করি ফোন রুট হবে।
** প্রমাণ হিসেবে যারা Lava isis 505 gp কিংগো দিয়ে রুট করেছেন। তারা আনরুট করে এই পদ্ধতিতে King Root অ্যাপ দিয়েই রুট করতে পারবেন। ( আমি আজকে নিজেই করলাম)
** কোন সমস্যা হলে FB Message