Site icon Trickbd.com

[Root] দেখে নিন, কিভাবে Android ফোনের হার্ডওয়্যার Navigation Bar বন্ধ করবেন #By AK

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি ট্রিকবিডিতে প্রথম পোস্ট করছি। ভুল হলে, ক্ষমা করবেন।

আজ দেখাবো কিভাবে আপনার Android মোবাইল এর Hardware Navigation Bar বন্ধ করবেন।
আমরা অনেক সময় Android এর স্ক্রিনে Navigation Bar চালু করি। সেটা যেকোনো Apps দিয়েই হোক বা build.prop এডিট করেই হোক। তখন আমাদের দরকার পরে হার্ডওয়্যার Navigation bar গুলো অকেজো করে দেয়া।
তো আজ দেখাবো কিভাবে তা করবেন।

যা যা লাগবে


1. Root Explorer or Es File Explorer.

কাজ


প্রথমে Root Explorer ওপেন করুন। তারপর /system/usr/keylayout তে যান।
ওখানে অনেক ফাইল দেখতে পাবেন।
সেখান থেকে Generic.kl ফাইল টি Text Editor দিয়ে ওপেন করুন।
নিচে যান এবং এই লেখা দুইটা খুজে বের করুন।
key 139 MENU WAKE_DROPPED
এবং
key 158 BACK WAKE_DROPPED

তারপর এই লেখা দুটির আগে # বসে দিন
তাহলে এরকম হবে
#key 139 MENU WAKE_DROPPED
এবং
#key 158 BACK WAKE_DROPPED
তারপর সেভ করুন এবং রিবুট দিন। দেখেন এগুলো আর কাজ করছেনা। আগের অবস্থায় ফিরতে # দুইটা কেটে দিন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ভুল হলে ক্ষমা করুন।

TrickBD এর সাথেই থাকুন।