আশা করি সবাই ভালো আছেন।
এর আগে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম Foldermount দিয়ে কিভাবে Sd Card এ obb ফাইল রেখে গেইম খেলবেন।
তো অনেকের কাছে অনেক কঠিন মনে হয়েছিল, তাই আজকে এই সহজ টিউটোরিয়াল।
—————————
[ জানি না ট্রিকবিডিতে এর আগে এই বিষয় নিয়ে কোনো পরিপূর্ণ টিউটোরিয়াল হয়েছে কি না, যদি হয়ে থাকে Then Admin Can Remove This Post ]
Requires
Rooted Device
Xposed Installer
Obb On SD
Download Obb On sD
প্রথমে আপনার ডিভাইসে xposed installer ইন্সটল করে নিন।
তারপর obb on sd ইন্সটল করুন।
এবার xposed installer Open করে obb on sd তে টিক দিয়ে/একটিভ করে একটা সফট রিবুট দিন।
এর পর obb on sd open করে Data on Sd enable করে দিন।
এই কাজটি আপনারা আগেও করতে পারেন সমস্যা নেই
এরপর যেকোনো গেইম এর Obb ফাইল Sd > Android > Obb তে রেখে গেইম খেলতে থাকুন।
Game Play
ধন্যবাদ
ভালো থাকবেন
সমস্যা হলে জানাবেন
—-