Site icon Trickbd.com

[Root][Mega Post] কোনো রিস্ক ছাড়াই এপের মাধ্যমে বুটএনিমেশন চেন্জ করুন + শতাধিক বুটএনিমেশন আপনার ফোনের জন্য – by Riadrox

Unnamed

[Root][Mega Post] কোনো রিস্ক ছাড়াই এপের মাধ্যমে বুটএনিমেশন চেন্জ করুন + শতাধিক বুটএনিমেশন আপনার ফোনের জন্য – by Riadrox


## বুট এনিমেশন হলো ফোন অন হওয়ার সময় যে এনিমেশনটি শো করে। যেমন, আমার ফোন লাভা ফোন অন হওয়ার সময় চলমান, স্টাইলের মাধ্যমে লাভা লেখা উঠল, Symphony হলে তীর মারবে বা উপর থেকে Xplorer লেখা পড়বে।

## আপনি চাইলেই আপনার ফোনের এ বুটএনিমেশন চেন্জ করতে পারবেন। আর এতে ব্রিক করার কোনো সম্ভাবনাও নেই।

## নিচে সব ব্যাখা করা হলো।

প্রয়োজনীয় বিষয়সমূহঃ

১) আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে।

২) নেট কানেকশন অন রাখতে হবে।

সুবিধাসমূহঃ

## যেকোনো ফোনে যেকোনো স্ক্রিনসাইজের বুটএনিমেশন পাবেন।

## যখন ইচ্ছা তখন চেন্জ করতে পারবেন। আমি ডেইলি চেন্জ করি। (ওয়ালপেপারও)

## ব্রিক হওয়ার ভয় নেই। আগের বুটএনিমেশন অটোমেটিক ব্যাকআপ রাখবে।

## বুট এনিমেশন প্রয়োগ করার আগে ডিটেইলস্, সরুপ, এনিমেশন আগেই দেখে নিতে পারবেন,বারবার রিবুট করার প্রয়োজনীয়তা নেই।

## পছন্দের বুট এনিমেশন সার্চ করে খুঁজে বের করতে পারবেন।

## প্রতিটি বুট এনিমেশন সাইজ ১এমবি বা তারও কম। স্ক্রিন বড় হলে সর্বোচ্চ ৪-৫এমবি বা তার কম।

কার্যপদ্ধতিঃ

## প্রথমে Boot Animation এর এই প্রিমিয়াম এপটি ডাউনলোড করে নিন। Size: 3.4MB

Download From Here

## ইনস্টল করুন + ওপেন করুন। নেট অন রাখবেন।

## বুট এনিমেশন লিস্ট দেখাবে।

## পছন্দের টিতে ক্লিক করুন আর (+) প্লাস চিহ্নে ক্লিক করুন। ব্যাকআপ এ ক্লিক করে ইনস্টল করুন। নোটিফিকেশন বার চেক করুন।

## ইনস্টল Success হলে রিবুট দিন।

কিছু না বুঝলে নিচের স্ক্রিনশট


—————————————————————————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Like : On Facebook to Get Updates!

Exit mobile version