Site icon Trickbd.com

আজ দেখাবো কিভাবে আপনার ফোনের জন্য Philz Touch Recovery Port করবেন। For Root User. #By AK

Unnamed

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

অনেকেই ফোন রুট করেছেন। কিন্তু নিজের ফোনের Custom Recovery পাচ্ছেন না। এই সমস্যা টা আমারো হয়েছিল। তারপর অনেক কষ্টে পদ্ধতি টা পেলাম।

আগেই বলি এর ফুল Credit Riadrox ভাই এর। এর আগে কেও এই পোস্ট করলে আমি দুঃখিত।
এর জন্য যা লাগবেঃ
1. Root Explorer
2. Demo Philz Touch Recovery
3. Stock Recovery
4. Recovery IMG unpack and repack

Note: Take a backup of your imei.

এবার কাজ
প্রথমে /cache/ folder এ দুইটা ফোল্ডার তৈরী করুন।
1. Stock
2. Philz
তারপর আপনার ফোনের stock recovery img টা stock ফোল্ডার এ রাখুন এবং ডাউনলোড করা Demo Philz Touch Recovery টা Philz ফোল্ডারে রাখুন।
তারপর দুইটাই recovery.img নামে rename করুন।
তারপর দুইটাই unpack করুন।
তারপর Root Explorer ওপেন করে stock ফোল্ডার এর kernel ফাইল টা philz ফোল্ডার এর kernel এর সাথে replace করুন।
তারপর /cache/stock/ramdisk ফোল্ডার থেকে ueventd.goldfish.rc এবং ueventd.rc ফাইল দুইটা /cache/philz/ramdisk এcopy করুন।
কাজ শেষ।

এখন apktool এ ঢুকে philz ফোল্ডার এর Ramdisk এ ক্লিক করে repack করুন।
তারপর দেখবেন philz ফোল্ডার এ একটা নতুন new.img ফাইল তৈরি হইছে।
এখন ওটা flashfy or mobileuncle tools দিয়ে ফ্ল্যাশ করুন। হয়ে গেল।

এবার Philz Touch Recovery এর মজা নিন।
অনেক কষ্টে লেখলাম। সমস্যা হলে জানাবেন। ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ