Site icon Trickbd.com

[Update][Tutorial]আসুন আপনাদের ফোনের (CWM/TWRP) কাস্টম রিকভারি ইমস্টল করা শিখাই by Riadrox

Unnamed

[Update][Tutorial]আসুন আপনাদের ফোনের (CWM/TWRP) কাস্টম রিকভারি ইমস্টল করা শিখাই by Riadrox

This post was posted about 1 year ago. Now have been fixed.


Special Quotes By Riadrox

যারা রুট করেছেন কিন্তু কাস্টম রিকভারি CWM অথবা TWRP ইনস্টল দেননি আর স্টক রমের ব্যাকআপ রাখেননি তারা মরছেন!! :p


Cwm(clockworkmod) ও Twrp (Team win recovery
project)। এর মধ্যে Cwm এ পাওয়ার বাটন
ও ভলিউম বাটন দিয়ে কাজ করতে হয়
সেখানে twrp তে টাচ করেই কাজ
করা যায়! COT রিকভারিও মন্দ নয়।

তাই বলে রাখি একটু কষ্ট হলেও এ কাজটি করে রাখুন, তাহলে ফোন ব্রিক হলেও আর কাস্টমার কেয়ারে দৌড়াতে হবে না।

আপনার ফোনে এখন যে রিকভারি আছে ঐটা স্টক রিকভারি। কিভাবে দেখবেন?? প্রথমে ফোনটা অফ করুন, Volume up+Power Button / Volume down+power button চাপ দিয়ে ধরে থাকুন। একটা মরা এন্ড্ররয়েডের ফটু আসবে।
এবার পাওয়ার বাটন এ চাপ দেন একটা যে লিসৃট দেখবেন ঐইটা স্টক রিকভারি।


স্টক রিকভারির সমস্যাঃ

১) কাস্টম রম, আপডেট Zip, Flashable Zip ইনস্টল করতে পারবেন না। Error আসবে।

২) ফোনের ব্যাকআপ দিলে খালি পালগার :p মত ডাটা ব্যাকআপ হবে।

৩) Advanced Format,Mount/Unmount কিছু করতে পারবেন না।

কোথায় আপনার ফোনের জন্য কাস্টম রিকভারি পাবেন??

সাবধান যেখান থেকেই রিকভারি নেন না কেন নিজের ফোনের মডেল অনুসারে ঠিকঠাক ফাইলটা নিবেন।

আপনি যে মডেলের ফোন কিনেছেন অন্য কেউ যদি ঐ মডেলের ফোন কিনে, রুট করে, CwM তৈরি করে নেটে ছারে তবেই আপনি Google এ খুজে পাবেন।

Google এ সার্চ করার নিয়মঃ সার্চবক্সে লিখুন Cwm for Phone Model । যেমন আপনার ফোন symphony w72 হলে CWM for symphony w72 এবার সার্চ দিন।


গুগলে কোথাও খুজে না পেলে কি করবেন?

অতি সুঃখের সাথে জানাই যে আমার ফোনের CwM ও গুগলে পাই নি। তাই বাধ্য হয়ে নিজেকেই বানাতে হলো।

দুই মিনিটের কাজ। এখানে দেখুন কিভাবে নিজেই বানাবেন নিজের ফোনের CWM


এবার ইন্স্টলের পালাঃ

##নেট কানেকশন oFF করুন।

## আপনার ডাউনলোডকৃত রিকভারি ফাইল recovery.img নামে Rename করে Sdcard এ রাখুন।

## এখন Mobile Uncle Toolbox ওপেন করুন।রুট পারমিশন দিন আর Recovery Update এ যান এবং recovery টা সিলেক্ট করুন আর ইনস্টল এ ক্লিক করুন। আবার ক্লিক করুন।

## এরকম আসলে কাজ শেষ।

এখন যেভাবে কাজ করবেন

Volume Up = Up

Volume down= Downwards

PowerButton= Select


যে কাজগুলো অবশ্যই করবেনঃ

** ঐখান থেকে Backup/restore এ যান এবং Backup এ ক্লিক করুন। যে ব্যাকআপ হবে ঐটা স্টক রমের ব্যাকআপ যা Sdcard এর Clockworkmod ফোল্ডারে থাকবে।

** SdCard এ কমপক্ষে ২ জিবি ফাকা রাখবেন।

** ফোন ব্রিক হলে Backup/restore এ যান এবং Restore এ ক্লিক করুন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB

Exit mobile version