Site icon Trickbd.com

TWRP and Philz Touch Recovery For Symphony Xplorer E50

Unnamed

সবাইকে আমার ৩য় পোস্টে স্বাগতম


আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Symphony Xplorer E50 কাস্টম রিকভারি।

আসলে এই রিকবারি অনেকে চেয়েছিলেন।আমার একটা ফোন ছিলো E50,,,জীবনের প্রথম Android ছিলো।
যাই হোক,আমি নিজে পিসি দিয়ে দুটো রিকভারি বানাই।
একটা TWRP 2.8.1.0
অন্যটা Philz Touch 6.9x
এই দুটোর মধ্যে আমি প্রথমে TWRP টা ব্যাবহার করি।
কিন্তু এই রিকভারিতে একটাই সমস্যা।এতে কোনো SD Card Access নাই।
অর্থাৎ TWRP দিয়ে যাই করিনা কেন,সব ই Internal Storage থেকে করতে হবে।তাছাড়া অনেক বড় Zip file ও অল্প সময়ে ফ্লাশ হয়ে যায়।
এরপর আমি Philz Touch বানিয়ে ব্যাবহার করি।এতে TWRP এর মতো সমস্যা নাই,কিন্তু একটাই সমস্যা,স্ক্রিনের সাথে পুরাপুরি ফিট হয় না।আর এই রিকভারিতে SD Card Access আছে।কিন্তু কিছু ব্যাক আপ নিলে তা Internal Storage এ জমা হয়।
আর বাকি সব Smoothly চলে।
তাহলে ডাউনলোড করে,Mobile Uncle Tools/Flashify দিয়ে ফ্লাশ করেন।আর রুট করতে King Root/Kingoroot অথবা পিসি থেকে Root Genius ব্যাবহার করেন
Download
এই রিকবারি গুলা আমি নিজে বানিয়েছি।এই পোস্ট গুগলেও পাওয়া যাবে না।কপি করা নিষিদ্ধ।কপি করলে সম্পুর্ণ ক্রেডিট+লিংক দিবেন।

ধন্যবাদ

Exit mobile version